সেশেলসের বিপক্ষে ম্যাচ দিয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে টুর্নামেন্টে বাংলাদেশের মাঠে নামার কথা ছিল। তবে সোমবার (৮ নভেম্বর) ম্যাচটি অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অতিরিক্ত বৃষ্টির কারণে ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
বাফুফে জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য বাংলাদেশ-সেশেলস ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে। একদিন পিছিয়ে মঙ্গলবার (৯ নভেম্বর) ম্যাচটি আয়োজিত হবে।
সেশেলস বাংলাদেশের কাছে এক অচেনা দল। ২০২০ সালে ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলেছিল সেশেলস। তবে বাংলাদেশ ভিন্ন গ্রুপে থাকায় তাদের মুখোমুখি হতে হয়নি।
মহিন্দা রাজাপক্ষে ফুটবল টুর্নামেন্টে প্রথমবারের মতো দুই দল মাঠে নামবে। এছাড়াও এ টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচ হিসেবে পর্তুগিজ মারও লামোসের অভিষেক হবে।
রোববার (৭ নভেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ মারিও লামোস বলেন, ‘ভালো ফল দিয়ে টুর্নামেন্ট শুরু করা গুরুত্বপূর্ণ ব্যাপার। ভিন্ন মহাদেশের এ দল সম্পর্কে আমাদের ধারণা খুবই কম।’
সাফ চ্যাম্পিয়নশিপের দল থেকে চারটি পরিবর্তন নিয়ে মাহিন্দা রাজাপক্ষে টুর্নামেন্টের জন্য দল গড়েছে বাংলাদেশ। নিজের গড়া এ দল নিয়ে খুশি কোচ লামোস। তিনি বলেন, ‘ সাফের পারফর্মেন্সে ফুটবলাররা খুশি নয়। এ টুর্নামেন্ট থেকে আমরা কিছু অর্জন করতে চাই।’
ম্যাচের বেশ কয়েকদিন আগে থেকেই তীব্র বৃষ্টির কবলে পড়েছে বাংলাদেশ। এ বিষয়ে লামোস জানান, বৃষ্টির আবহাওয়ায় বাংলাদেশের ফুটবলাররা খেলে অভ্যস্ত। তবে শেষ পর্যন্ত ম্যাচটি স্থগিত করা হয়েছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]