মেসিকে ছাড়া আলো ছড়ালো নেইমার-এমবাপে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪২ এএম, ০৮ নভেম্বর ২০২১
মেসিকে ছাড়া আলো ছড়ালো নেইমার-এমবাপে

একাদশে ছিলেন না লিওনেল মেসি। তবে তাতে কী, দলের অন্য দুই তারকা নেইমার ও কিলিয়ান এমবাপে ঠিকই আলো ছড়ালেন। লিগ ওয়ানে নিজেদের ১৩তম ম্যাচে বোর্দোকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে পিএসজি। ম্যাচে নেইমাররের জোড়া গোলের পাশাপাশি বাকি গোলটি করেছেন এমবাপে।

শনিবার (৬ নভেম্বর) রাতে বোর্দোর বিপক্ষে এ জয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান আরও মজবুত করলো পিএসজি। নিজেদের খেলা ১৩ ম্যাচে ১১ জয় ও একটি করে হারও ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। টেবিলে দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সাথে পয়েন্ট ব্যবধান ১০।

পেশির চোটের কারণে বোর্দোর বিপক্ষে মাঠে ছিলেন না আর্জেন্টাইন তারকা মেসি। এছাড়া একাদশে ছিলেন না দি মারিয়াও। আর্জেন্টিনার দুই তারকাকে ছাড়া খেলতে নামলেও বেগ পেতে হয়নি পিএসজিকে। নেইমারের জোড়া গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

ম্যাচের ২৬ ও ৪৩তম মিনিটে দুটি গোল করেন ব্রাজিল তারকা নেইমার। বিরতির পর আরও এগিয়ে যায় পিএসজি। ম্যাচের ৬২তম মিনিটে গোল করে দলের ব্যবধান বাড়ান এমবাপে।

৩-০ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বোর্দো। শেষ দিকে ম্যাচের ৭৮ ও ৯০+১তম মিনিটে দুটি গোল শোধ করে বোর্দো। ফলে নির্ধারিত সময় শেষে ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

ম্যাচে ৫৭ শতাংশ সময় বল দখলে রেখেছিল পিএসজি। এর মাঝে গোলের উদ্দেশে বোর্দোর জালে ৯ বার শট নেয় পিএসজি, যার মধ্যে পাঁচটি ছিল টার্গেট শট। অন্যদিকে, ৪৩ শতাংশ সময় বল দখলে রাখা বোর্দোর ১৮টি শটের মধ্যে ছয়টি লক্ষ্যে ছিল।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির এমন শুয়ে পড়া ‘অসম্মানজনক’

মেসির এমন শুয়ে পড়া ‘অসম্মানজনক’

গোল বঞ্চিত মেসি-নেইমার, শেষ মুহূর্তে পিএসজির জয়

গোল বঞ্চিত মেসি-নেইমার, শেষ মুহূর্তে পিএসজির জয়

দীর্ঘদিন পর দুই সতীর্থের মহামিলন

দীর্ঘদিন পর দুই সতীর্থের মহামিলন

মেসির জোড়া গোলে এমবাপের পেনাল্টি মিসেও পিএসজির স্বস্তি

মেসির জোড়া গোলে এমবাপের পেনাল্টি মিসেও পিএসজির স্বস্তি