ভায়োকানোকে হারিয়ে শীর্ষে রিয়াল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫০ পিএম, ০৭ নভেম্বর ২০২১
ভায়োকানোকে হারিয়ে শীর্ষে রিয়াল

ঘরের মাঠে সর্বশেষ দুই ম্যাচে জয়হীন রিয়াল মাদ্রিদ। তাই তো জয়ে ফেরার লক্ষ্যে রায়ো ভায়োকানোকে আতিথ্য দিয়েছিল গ্যালাক্টিকোরা। পয়েন্ট হারানো শঙ্কা জাগিয়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। এতেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মাদ্রিদিস্তারা।

শনিবার (৬ নভেম্বর) রাতে ঘরের মাঠ সান্তিয়াগো ব্যানার্ব্যুতে রায়ো ভায়োকানোকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে রিয়াল। এর ফল হিসেবে প্রথমার্ধে দুই গোলে এগিয়েও যায়।

দ্বিতীয়ার্ধে কলম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাও গোল করলে ব্যবধান কমে আসে। এতেই খেই হারিয়ে বসে রিয়াল মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হওয়ায় ব্যবধান ধরে রাখতে পারে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ।

ম্যাচে বল দখলের লড়াই কিংবা বারে লক্ষ্যে করে নেওয়া শট, দুই দিকেই এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত একচেটিয়া আধিপত্য বিস্তার করেছিল। তবে এরপরেই খেই হারিয়ে বসে নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো রিয়াল মাদ্রিদ। তবে পঞ্চম মিনিটে ভিনিয়াস জুনিয়রের করা গোল অফসাইডের কারণে বাতিল হলে গ্যালাক্টিকোদের আর এগিয়ে যাওয়া হয়নি। তবে ম্যাচের ১৪তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। এ গোলটিও অফসাইডে বাতিলের খাতায় পড়েছিল। তবে ভিএআরের কারণে বেঁচে যায় রিয়াল মাদ্রিদ।

প্রথমার্ধের শেষ দিকে ডেভিড আলাবার ক্রস থেকে গোল করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

১২ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ। দুইয়ে নেমে যাওয়া রিয়াল সোসিয়েদাদের পয়েন্ট ২৫।

একটি করে ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে সেভিয়া তিনে ও ২২ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ চার নম্বরে আছে। 

দিনের আরেক ম্যাচে সেল্টা ভিগোর মাঠে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-৩ ড্র করা বার্সেলোনা ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তিন গোল দিয়েও তিন গোল খেল বার্সেলোনা

তিন গোল দিয়েও তিন গোল খেল বার্সেলোনা

ম্যানচেস্টার ডার্বিতে সিটিজেনদের জয়

ম্যানচেস্টার ডার্বিতে সিটিজেনদের জয়

কোচ হিসেবে ভালো করবেন জাভি : গার্দিওয়ালা

কোচ হিসেবে ভালো করবেন জাভি : গার্দিওয়ালা

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার তারুণ্য নির্ভর দল

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার তারুণ্য নির্ভর দল