ব্রাজিল দলে ফিরমিনহোর চোটে বদলি ভিনিয়াস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩১ পিএম, ০৬ নভেম্বর ২০২১
ব্রাজিল দলে ফিরমিনহোর চোটে বদলি ভিনিয়াস

চলতি মাসেই বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। এ দুই ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষে কলম্বিয়া এবং আর্জেন্টিনা। এ দুই গুরুত্বপূর্ণ ম্যাচে জন্য ঘোষিত স্কোয়াডে ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিয়াস জুনিয়র। তবে তাকে স্কোয়াডে ফেরাতে বাধ্য হয়েছেন সেলেসাও বস তিতে।

কলম্বিয়া-আর্জেন্টিনা ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে ছিলেন ইংলিশ ক্লাব লিভারপুলের ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনহো। তবে বুধবার (৩ নভেম্বর) চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইনজুরিতে পড়েন ফিরমিনহো। শুক্রবার (৫ নভেম্বর) লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বিষটি নিশ্চিত করেন।

লিভারপুল কোচের এ ঘোষণার পর রবার্তো ফিরমিনহোর বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিয়াস জুনিয়র।

চলতি মৌসুমে রিয়ালের হয়ে দারুণ ছন্দে আছে ভিনিয়াস জুনিয়র। রিয়ালের হয়ে চলতি মৌসুমে ১৫ ম্যাচে ৯ গোল করেছেন তিনি। এছাড়াও ৭ গোলে রেখেছেন অবদান।

গতি-ড্রিবলিং দিয়ে বেশ আগেই নজর কেড়েছিলেন ভিনিয়াস জুনিয়র। তবে তার ফিনিশিংয়ের দূর্বলতা নিয়ে বেশ কথা হচ্ছিলো। চলতি মৌসুমে সে সমস্যাটাও বেশ ভালোভাবেই কাটিয়ে উঠেছেনে এ সেলেসাও তারকা।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচে মাঠে নেমেছেন এ রিয়াল তারকা। তবে এখনও ব্রাজিলের জার্সিতে কোনো গোল করতে পারেননি ভিনিয়াস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনার দায়িত্বে জাভি

বার্সেলোনার দায়িত্বে জাভি

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার তারুণ্য নির্ভর দল

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার তারুণ্য নির্ভর দল

চোট কাটিয়ে জাতীয় দলে গ্যারেথ বেল

চোট কাটিয়ে জাতীয় দলে গ্যারেথ বেল

হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন বার্সা তারকা আগুয়েরো

হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন বার্সা তারকা আগুয়েরো