বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ৩৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। দলে এসেছে তারুণ্য নির্ভরতা। তারুণ্য নির্ভর হলেও আক্রমণভাগে অভিজ্ঞদের উপরই ভরসা রেখেছেন কোচ। স্কোয়াডে জায়গা পেয়েছেন ইনজুরি আক্রান্ত লিওনেল মেসি। ইনজুরির কারণে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) সর্বশেষ ম্যাচে মাঠে নামেননি তিনি।
বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে এবং ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। চলতি বছরের ১৩ এবং ১৭ নভেম্বর এ দুই দলের মুখোমুখি হবে আলবিসেলেস্তারা।
এ দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে অনেক পরিবর্তন নিয়ে এসেছেন লিওনেল স্ক্যালোনি। ৩৪ সদস্যের স্কোয়াডে সাত জন নতুন মুখ এসেছেন।
নতুন ফুটবলার নিয়ে আসলেও আক্রমণভাগে নিয়মিত মুখদেরকেই রেখেছেন কোচ। লিওনেল মেসির পাশাপাশি রয়েছেন লাওতারো মার্টিনেজ, পাওলো দিবালা এবং আঞ্জেল কোরেয়া। স্কোয়াডে সুযোগ পাননি বার্সেলোনা তারকা সার্জিও আগুয়েরো। ইনজুরির কারণে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন তিনি।
মেসিকে স্কোয়াডে রাখলেও তাকে নিয়ে শঙ্কা রয়েছে। ইনজুরির কারণে সর্বশেষ লিগ ওয়ানের ম্যাচে প্রথমার্ধের পর আর মাঠে নামেননি তিনি। এছাড়াও চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের বিপক্ষে ম্যাচে মাঠে নামেননি তিনি।
পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে, লিওনেল মেসির চোট গুরুতর নয়। এ জন্য হয়তো মেসিকে দলে রেখেছেন লিওনেল স্ক্যালোনি।
ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ১১ ম্যাচে ৭ জয় এবং চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুস্সো (আটলান্টা)
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), নাউয়েল মোলিনা (উদিনেজে), লুকাস মার্টিনেজ কোয়ার্টা (ফিওরেন্তিনা), হেরমান পেজ্জেলা (রিয়াল বেতিস), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লিসান্দ্রো মার্তিনেস (আয়াক্স), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), গাস্তোন আভিলা (রোজারিও সেন্ত্রাল)
মিডফিল্ডার: মার্কোস আকুনা (সেভিয়া), লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (রিয়াল বেতিস), নিকোলাস দোমিনগেস (বোলোনিয়া), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), একুজ্জুয়েল প্যালাসিও (বায়ার লেভারকুসেন), জিওভানি লো চেলসো (টটেনহ্যাম হটস্পার), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), থিয়াগো আলমাদা (ভেলেস), ক্রিস্টিয়ান মেদিনা (বোকা জুনিয়র্স), মাতিয়াস সুলে (জুভেন্টাস)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (পিএসজি), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্তিনা), জোয়াকিম কোররেয়া (লাৎসিও), লাউতারো মার্টিনেস (ইন্টার মিলান), অ্যাঞ্জেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ), পাওলো দিবালা (ইউভেন্তুস), হুলিয়ান আলভারেস (রিভার প্লেট), সান্তিয়াগো সিমোন (রিভার প্লেট), এসেকিয়েল সেবাইয়োস (বোকা জুনিয়র্স), ফেদেরিকো গোমেজ (রিভার প্লেট)
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]