ব্যর্থতার দায়ে বরখাস্ত টটেনহাম কোচ 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৪ এএম, ০২ নভেম্বর ২০২১
ব্যর্থতার দায়ে বরখাস্ত টটেনহাম কোচ 

ব্যর্থতার দায়ে বরখাস্ত হয়েছেন টটেনহাম কোচ নুনো এম্পিরিতো সান্তো। চলতি ২০২১-২২ মৌসুমের শুরুতে টটেনহামের দায়িত্ব নেন নুনো। তবে চার মাসের মাথায় চাকরি হারিয়েছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার।

চলতি বছরের জুনে টটেনহামের দায়িত্ব নেন নুনো এম্পিরিতো সান্তো। তবে দায়িত্ব নিয়ে টটেনহামকে কাঙ্খিত সাফল্য এনে দিতে পারেননি তিনি। দলকে ১৭ ম্যাচে কোচিং করিয়ে মাত্র ৯ জয় এনে দিতে পেরেছিলেন।

সর্বশেষ ম্যানচেস্টার ইউনাটেডের বিপক্ষে ম্যাচে হারের মুখ দেখে টটেনহাম। এ ম্যাচের পরই তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় টটেমহাম কর্তৃপক্ষ। 

টটেনহাম হটস্পার তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে কোচ নুনো এম্পিরতো সান্তোকে ছাটাই করার বিষয়টি নিশ্চিত করেছে। শুধু হেড কোচ নয় পুরো কোচিং প্যানেলকেই ছাটাই করেছে ক্লাবটি।

বিবৃতিতে স্পার্স কর্তৃপক্ষ জানান, কোচ নুনো এবং তার স্টাফরা সফলতার জন্য মরিয়া হয়ে ছিল। তবে আমাদেরকে বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

পর্তুগিজ কোচ হোসে মরিনহোর স্থলাভিষিক্ত হয়েছিলেন নুনো এম্পিরিতো। চলতি বছরের জুনে দুই বছরের চুক্তিতে এসেছিলেন তিনি। এর আগে আরেক ইংলিশ ক্লাব উলভসের দায়িত্বে ছিলেন নুনো।

নুনোর স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক টটেনহাম তারকা রায়ান মেসন। তিনি অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন বার্সা তারকা আগুয়েরো

হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন বার্সা তারকা আগুয়েরো

আগুয়েরো-পিকে ইনজুরিতে, বাড়ছে বার্সার শঙ্কা

আগুয়েরো-পিকে ইনজুরিতে, বাড়ছে বার্সার শঙ্কা

বার্সেলোনার অন্তবর্তীকালীন কোচ সার্জি বারজুয়ান

বার্সেলোনার অন্তবর্তীকালীন কোচ সার্জি বারজুয়ান

বার্সেলোনার দায়িত্বে আসছেন জাভি!

বার্সেলোনার দায়িত্বে আসছেন জাভি!