আলভেসের বিপক্ষে ম্যাচ চলাকালীন হঠাৎই মাঠ ছাড়তে চান বার্সেলোনার আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। মাঠ ছাড়ার আগে মাঠে কিছুক্ষণ শুয়ে থাকেন তিনি। পরে উঠে দাঁড়িয়ে একাই মাঠ ছাড়েন। ম্যাচ শেষে জানা যায় বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন আগুয়েরো। তখন জানা না গেলেও পরবর্তীতে জানা যায়, হৃদযন্ত্রে সমস্যায় ভুগছেন তিনি।
স্প্যানিশ গণমাধ্যম জানাচ্ছে, আগুয়েরোর হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়েছে। তার অনিয়মিত হৃৎস্পন্দন হচ্ছে।
শনিবার (৩০ অক্টোবর) ম্যাচের ৪০তম মিনিটে বুকে অস্বস্তি বোধ করেন আগুয়েরো। শুধু তাই নয়, নিশ্বাস নিতেও অস্বস্তি বোধ করছিলেন। মাঠেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়।
পরে আগুয়েরোকে মাঠ থেকে আনার জন্য স্ট্রেচার নিয়ে যাওয়া হলেও তা লাগেনি। একাই হেঁটে হেঁটে মাঠ ছাড়েন তিনি। পরবর্তীতে এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, আগুয়েরোকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার পরীক্ষা-নিরীক্ষা করানো হবে।
আগুয়েরোর পরীক্ষা-নিরীক্ষার ফলাফল কি এসেছে তা এখনও জানায়নি বার্সেলোনা। তবে স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, তার অনিয়মিত হৃদস্পন্দন ধরা পড়েছে।
তবে এখনও আগুয়েরোর সব পরীক্ষা-নিরীক্ষা চলছে। বার্সেলোনা কর্তৃপক্ষ তাকে নিয়ে কোনো ধরনের ঝুকি নিতে চায় না। আগুয়েরোকে আরও কয়েকদিন হাসপাতালে রাখা হবে। তাই তো তিনি কবে নাগাদ মাঠে ফিরবেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]