ঘরের মাঠে লাকাজেত ও র্যামসির জোড়া গোলে সিএসকে মস্কোকে ৪-১ হারিয়েছে আর্সেনাল। ইউরোপা লিগের শেষ আটের ম্যাচে এ বড় জয়ে সেমির পথে আরও এগিয়ে গেল আর্সেন ওয়েঙ্গারের দল।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের করে খেলতে থাকে আর্সেনাল। এরই ধারাবাহিকতায় ম্যাচের নবম মিনিটে গোল করে দলেক লিড এনে দেন র্যামসি। হেক্টর বেল্লেরিনের বাড়ানো বল জালে জড়ান ওয়েলসের এই তারকা।
তবে এগিয়ে গিয়ে খুব বেশি সময় স্বস্তিতে থাকতে পারেনি দলটি। ম্যাচের ১৫ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে ফ্রি-কিকে বল জালে জড়িয়ে মস্কোকে সমতায় ফেরান গোলোভিন।
ম্যাচের ২৩ মিনিটে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সে ওজিলকে ফাউলকে করলে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। স্পট কিক থেকে বল জাকে জড়ান লাকাজেত। পাঁচ মিনিট পর ওজিলের বাড়ানো বলে ব্যাকহিলে গোলরক্ষকের মাথার উপর দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন র্যামসি। আর ৩৫ মিনিটে জার্মান মিডফিল্ডার ওজিলের আরেকটি দারুণ পাস নিয়ন্ত্রণে নিয়ে নীচু শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন লাকাজেত।
বিরতি থেকে ফিরে হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ নষ্ট করেন লাকাজেত। ম্যাচের ৬৭ মিনিটে আলেক্স আইওবির পাস গোলমুখে পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হন ফরাসি এই স্ট্রাইকার। বাকি সময় আর গোল না হলে বড় জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
আগামী বৃহস্পতিবার সিএসকেএ মস্কোর মাঠে হবে ফিরতি পর্ব। এদিকে দিনের অন্য ম্যাচে কোকে ও গ্রিজম্যানের দেয়া গোলে স্পোর্টিংয়ের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।