আগুয়েরো-পিকে ইনজুরিতে, বাড়ছে বার্সার শঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২২ এএম, ০১ নভেম্বর ২০২১
আগুয়েরো-পিকে ইনজুরিতে, বাড়ছে বার্সার শঙ্কা

একের পর এক ইনজুরি হানা দিচ্ছে বাড়ছে শিবিরে। এবার সে তালিকায় যুক্ত হলেন সদ্যই ইনজুরিমুক্ত হওয়া সার্জিও আগুয়েরো এবং অধিনায়ক জেরার্ড পিকে। বুকের ব্যাথায় ম্যাচ চলাকালীন মাঠ ছাড়েন আগুয়েরো। এছাড়াও পায়ের পেশির ইনজুরির কারণে ছিটকে পড়েছেন অধিনায়ক জেরার্ড পিকে।

শনিবার (৩০ অক্টোবর) রাতে আলভেসের বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে জয় পায়নি বাংলাদেশ। শুধু জয় বঞ্চিত থাকেনি ইনজুরিতে দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে হারিয়েছে বার্সেলোনা।

ম্যাচের প্রথমার্ধের প্রায় শেষদিকে ইশারা করে মাঠ ছাড়তে চান বার্সেলোনা তারকা সার্জিও আগুয়েরো। এর পরে বুকে হাত দিয়ে শুয়ে থাকেন তিনি। কিছুক্ষণ শুয়ে থেকে একাই উঠে দাঁড়িয়ে মাঠ ছাড়েন আগুয়েরো। 

ম্যাচ শেষে কাতালান ক্লাবটির ভারপ্রাপ্ত কোচ সার্জিও বারজুয়ান জানান, বুকে ব্যথার কারণে মাঠ ছেড়েছেন তিনি। তবে কি হয়েছে তা নিশ্চিত করে জানানো হয়নি।

একই ম্যাচের দ্বিতীয়ার্ধে বার্সেলোনা অধিনায়ক জেরার্ড পিকে পায়ের পেশির ইনজুরিতে পড়েন। তবে ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে যাচ্ছেন তা নিশ্চিত করেনি বার্সেলোনা।

আগুয়েরো এবং পিকে ছাড়াও রোন্যাল্ড আউরাজো, ফ্র্যাঙ্ক ডি জং, মার্টিং ব্রাথওয়েট, উসমান ডেম্বেলে, পেদ্রি, সার্জিও রবার্তো এবং আনসু ফাতি ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন।

দলের সেরা ফুটবলাররা ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় পরবর্তী ম্যাচগুলোতে দল সাজাতে কোচ বারজুয়ানকে বেশ ভুগতে হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনার অন্তবর্তীকালীন কোচ সার্জি বারজুয়ান

বার্সেলোনার অন্তবর্তীকালীন কোচ সার্জি বারজুয়ান

আবারও ইনজুরিতে আনসু ফাতি

আবারও ইনজুরিতে আনসু ফাতি

ম্যারাডোনা স্মরণে মাঠে নামছে বার্সা-বোকা জুনিয়র্স

ম্যারাডোনা স্মরণে মাঠে নামছে বার্সা-বোকা জুনিয়র্স

টানা চার এল ক্লাসিকোতে বার্সার হার

টানা চার এল ক্লাসিকোতে বার্সার হার