বার্সেলোনার অন্তবর্তীকালীন কোচ সার্জি বারজুয়ান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৫ এএম, ২৯ অক্টোবর ২০২১
বার্সেলোনার অন্তবর্তীকালীন কোচ সার্জি বারজুয়ান

বার্সেলোনার অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সার্জি বারজুয়ান। তিনি সাবেক ডাচ কোচ রোন্যাল্ড কোম্যানের স্থলাভিষিক্ত হচ্ছেন। সম্প্রতি প্রধান কোচের দায়িত্ব থেকে কোম্যানকে সরিয়ে দিয়েছে কাতালান ক্লাবটি।

বুধবার (২৭ অক্টোবর) রাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে ১-০ ব্যবধানে হারে বার্সেলোনা। এ ম্যাচের পরই এক টুইট বার্তায় কোম্যানের সাথে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত জানায় বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তে। 

কোম্যানের বিদায়ের পর থেকেই গুঞ্জন উঠেছে বার্সেলোনার প্রধান কোচের দায়িত্বে আসতে পারেন সাবেক বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজ। তবে তার নিয়োগের ব্যাপারে কিছু ঝামেলা থাকায়, অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সার্জি বারজুয়ান।

বর্তমানে বার্সেলোনা দ্বিতীয় দলের প্রধান কোচের দায়িত্বে আছেন সার্জি বারজুয়ান। চলতি বছরের জুনে বার্সেলোনার দ্বিতীয় দলের দায়িত্ব নেন তিনি। সেখান থেকেই বার্সেলোনা মূল দলের দায়িত্বে আসলেন তিনি।

বার্সেলোনা দ্বিতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে স্প্যানিশ ক্লাব আলমিরা এবং মালরোকার কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। বার্সেলোনার দায়িত্ব নেওয়ার আগে সর্বশেষ চীনে কোচিং করিয়েছিলেন বারজুয়ান। 

খেলোয়াড়ি জীবনে ১৯৯৩ থেকে ২০০২ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেছিলেন বারজুয়ান। এ সময় লা লিগায় ২৬৭ ম্যাচ খেলেছিলেন তিনি। বার্সেলোনা ক্যারিয়ার শেষে অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে তিন মৌসুম খেলেছিলেন। ২০০৫ সালে ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানান তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনার দায়িত্বে আসছেন জাভি!

বার্সেলোনার দায়িত্বে আসছেন জাভি!

আবারও ইনজুরিতে আনসু ফাতি

আবারও ইনজুরিতে আনসু ফাতি

ম্যারাডোনা স্মরণে মাঠে নামছে বার্সা-বোকা জুনিয়র্স

ম্যারাডোনা স্মরণে মাঠে নামছে বার্সা-বোকা জুনিয়র্স

১০০ কোটি রিলিজ ক্লজে বার্সা-ফাতি নতুন চুক্তি

১০০ কোটি রিলিজ ক্লজে বার্সা-ফাতি নতুন চুক্তি