ডান হাঁটুর চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন আনসু ফাতি। সুস্থ হয়ে মাঠে ফিরে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। আবারও ডান হাঁটুর ইনজুরিতে পড়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।
রোববার (২৪ অক্টোবর) রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে দিরে আসে ফাতির পুরনো চোট। তাই তো আবারও মাঠের বাইরে ছিটকে গিয়েছেন তিনি। তবে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন সে বিষয়ে কোনো কিছু জানায়নি কাতালান ক্লাবটি।
এল ক্ল্যাসিকোর পর চোটে পড়েছেন বার্সেলোনার মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ডি ইয়ং। তিনি উরুর ইনজুরিতে ভুগছেন বলে জানান। এছাড়াও ইনজুরির কারণে মাঠের বাইরে ওসমান ডেম্বেলে, মার্টি ব্রাথওয়েট, পেদ্রি এবং রোনাল্ড আরাহো।
রিয়ালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন আনসু ফাতি। ম্যাচের ৭৩তম মিনিটে তাকে তুলে সার্জিও আগুয়েরোকে মাঠে নামান কোচ রোন্যাল্ড কোম্যান। শেষ মুহূর্তে আগুয়েরোর গোলে হারের ব্যবধান কমায় কাতালানরা।
রিয়ালের বিপক্ষে ম্যাচে ডেভিড আলাবার সাথে সংঘর্ষে ব্যথা পান ফাতি। তবে ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ কোম্যান জানিয়েছিলেন, গুরুতর কোনো চোট না। বিশ্রাম নিলেই সুস্থ হয়ে উঠবেন তিনি।
ফাতি, পেদ্রি, মার্টিন ব্রাথওয়েটের অনুপস্থিতিতে মেম্ফিস ডিপাই, ফিলিপে কৌটিনহো এবং আগুয়েরোই এখন বার্সার আক্রমণভাগের ভরসা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]