বার্সেলোনায় শেষ রোন্যাল্ড কোম্যানের বার্সেলোনা অধ্যায়। দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল যেকোনো সময় চাকরিচ্যুত হতে পারেন কোম্যান। তবে শেষ পর্যন্ত বার্সেলোনার কোচের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে তার অধীনে কাতালান ক্লাবটি পারফর্মেন্সে সমর্থকদের বেশ হতাশ করেছিল।
বুধবার (২৭ অক্টোবর) রাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। রায়ো ভায়োকানোর ঘরের মাঠে ১-০ ব্যবধানে হারের পর বার্সা সভাপতি জুয়ান লাপোর্তে এক ঘোষণায় কোম্যানের না থাকার বিষয়টি নিশ্চিত করেন।
বেশ বাজেভাবে চলতি ২০২১-২২ মৌসুম শুরু করেছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় এখন পর্যন্ত ১০ ম্যাচে মাত্র ৪ টিতে জয় পেয়েছে। ১০ ম্যাচে মাত্র ১৫ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে ৯ নম্বরে আছে বার্সেলোনা।
রোববার (২৪ অক্টোবর) নিজেদের ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ২-১ ব্যবধানে হারে কাতালানরা। এছাড়াও চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ছিটকে যাওয়ার শঙ্কায় আছে বার্সা। সর্বশেষ ২০০৩ সালের পর বার্সার শেষ ১৬ তে উঠা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
২০২০ সালের বার্সেলোনার দায়িত্ব নেন কোম্যান। ক্লাবটি হয়ে ৬৭ ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এ সময়ে বার্সেলোনাকে একমাত্র কোপা দেল রে শিরোপা ছাড়া আর কোনো সাফল্য এনে দিতে পারেননি কোম্যান। তাই তো কোম্যানের প্রতি বিদ্বেষ বাড়ছিলো বার্সা সমর্থকদের।
একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, রোন্যাল্ড কোম্যানের স্থলাভিষিক্ত হতে পারেন সাবেক স্প্যানিশ তারকা ফুটবলার জাভি হার্নান্দেজ। তিনি বর্তমানে কাতারের ক্লাব আল সাদের দায়িত্বে রয়েছেন।
বার্সেলোনা প্রথম চ্য্যাম্পিয়ন লিগ জয়ের নায়ক ছিলেন ডাচ ফুটবলার রোন্যাল্ড কোম্যান। ১৯৯২ সালে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে বার্সেলোনার ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের ম্যাচে তার গোলেই শিরোপা জিতেছিল কাতালান ক্লাবটি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]