ফুটবল ক্লাব লিভারপুলের হয়ে ২শতম জয়ের স্বাক্ষী হলেন দলের বর্তমান ম্যানেজার জার্গেন ক্লপ। সর্বশেষ রোববার (২৪ অক্টোবর) দিবাগত রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। একই সাথে কোচ হিসেবে সবচেয়ে কম ম্যাচে ২শতম জয়ের অবিশ্বাস্য রেকর্ড বনে গেছেন জার্গেন ক্লপ।
জার্গেন ক্লপ তার এই ২শত ম্যাচ জয়ের রেকর্ড করেছেন ৩৩১ ম্যাচে। এর আগে লিভারপুলের আরেক ম্যানেজার কেনি ডালগ্লিশ ৩৩৩ ম্যাচে ২শতম জয়ের রেকর্ড স্পর্শ করেছিলেন। সেই হিসেবে ২ ম্যাচ কম খেলেই এ মাইলফলক স্পর্শ করেন জার্গেন।
জার্মান ম্যানেজার জার্গেন লিভারপুলের পঞ্চম ম্যানেজার হিসেবে এ রেকর্ড স্পর্শ করেন। যদিও এ রেকর্ডে কেনি ডালগ্লিশসহ আরও চারজন ম্যানেজারকে পেছনে ফেলেছেন জার্গেন ক্লপ।
৫৪ বছর বয়সী জার্মান জার্গেন ক্লপের ক্লাব ফুটবলের সেরা ম্যানেজার হিসেবে খ্যাতি রয়েছে। লিভারপুলের আগে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৫ সালে লিভারপুলে চাকরির সুযোগ পেলে বরশিয়া ডর্টমুন্ডের দায়িত্ব ছাড়েন। এরপর ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত বেশ সাফল্যের সাথেই লিভারপুলকে সামলাচ্ছেন এ জার্মান কোচ।
সর্বশেষ রোববার ২শতম জয়ের ম্যাচে কেনির ক্লাব লিভারপুল ৪র্থ পজিশন থেকে দ্বিতীয় অবস্থানে ওঠে আসে। এ মৌসুমে ধারাবাহিকভাবে ভালো খেলা লিভারপুলের বেশ ভালো সুযোগ রয়েছে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থান দখল করার। ৯ ম্যাচে সাত জয়ে ২২ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে চেলসি।
স্পোর্টসমেইল২৪/এসিএইচ/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]