একইদিনে মাঠে নামছে ইউরোপিয়ান ফুটবলের ছয় জায়ান্ট। তিন ভিন্ন লিগের এ ছয়দল একই দিনে লিগে এগিয়ে যাওয়ার ম্যাচে মাঠে নামবে। লা লিগায় এল ক্লাসিকোতে বার্সা-রিয়ালের পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামবে শিরোপা প্রত্যাশী লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়াও সিরি ‘এ’-তে ইন্টার মিলানের মুখোমুখি হবে জুভেন্টাস।
রোববার (২৪ অক্টোবর) ক্রীড়াপ্রেমীদের জন্য ব্যস্ততম একদিন। ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াইয়ের পাশাপাশি সুন্দর ফুটবলের পসরা সাজিয়ে বসবে রিয়াল-বার্সা, লিভারপুল-ম্যানসিটি।
এদিন বাংলাদেশ সময় রাট আটটায় বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদ চলতি ২০২১-২২ মৌসুমে নিজেদের ফর্ম ধরে রাখলেও ফর্মহীনতায় ভুগছে বার্সেলোনা।
রিয়াল-বার্সা দুই দলই সমান আট ম্যাচ খেলে পয়েন্ট টেবিলে যথাক্রমে তিন এবং সাত নম্বরে অবস্থান করছে। ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই মাঠে নামবে দুই দল।
রিয়াল-বার্সা লড়াই শেষ হওয়ার আগে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে লিভারপুরল দ্বিতীয় স্থানে থাকলেও ছয় নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড।
আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল এই ম্যাচে জয় পেলে চেলসিকে পিছনে ঠেলে দ্বিতীয় স্থানে উঠে আসবে। অপরদিকে সমানসংখ্যক ম্যচে ১৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা ইউনাইটেড এ ম্যাচে জয় পেলে চতুর্থ স্থানে উঠে আসবে।
একই দিন রাতে রাত ১২টা ৪৫ মিনিটে সিরি ‘এ’ রাতে মুখোমুখি হচ্ছে ইন্টার মিলান এবং জুভেন্টাস।
৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে রয়েছে জুভেন্টাস। ১৭ পয়েন্ট নিয়ে ইন্টার মিলামের অবস্থান তৃতীয়।
রোববারের ম্যাচ ইন্টার মিলানের বিপক্ষে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে আসতে চাইবে জুভেন্টাস। এ জয়ে ইন্টার মিলানের পয়েন্ট টেবিলে কোন উন্নতি না হলেও দুইয়ে থাকা নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের সাথে তাদের ব্যবধান কমে আসবে।
স্পোর্টসমেইল২৪/এসিএইচ/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]