দুঃসময় কাটিয়ে আস্তে আস্তে নিজেদের সেরা ফর্মে ফিরছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তাই তো এল ক্লাসিকোকে সামনে রেখে বার্সেলোনাকে নিয়ে সতর্ক রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। মাঠে সেরা পারফর্মাররাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিবে বলে মনে করেন তিনি।
আর্থিক সমস্যার কারণে লিওনেল মেসিকে দলে রাখতে পারেনি কাতালান ক্লাবটি। পাশাপাশি একই কারণে দল ছাড়তে বাধ্য হয়েছেন অ্যান্টেনিও গ্রিজম্যান। দুই তারকার বিদায়ে কিছুটা পিছিয়ে পড়লেও তরুণ তুর্কি আনসু ফাতি এবং পেদ্রির কল্যাণে কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে বার্সেলোনা।
চ্যাম্পিয়নস লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে পরীক্ষিত জেরার্ড পিকের গোলে ডায়নামো কিয়েভের বিপক্ষে জয় তুলে নেয় বার্সেলোনা। এ ম্যাচের আগে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পায় বার্সা।
টানা দুই ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বার্সেলোনা। এছাড়াও এ ম্যাচের আগেই নতুন দুই তারকা পেদ্রি এবং আনসু ফাতির সাথে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে কাতালান ক্লাবটি। তাই তো এ দুই তরুণ তুর্কি মাঠে নামবেন বাড়তি অনুপ্রেরণা নিয়ে।
বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে অনুষ্ঠিতব্য এ ম্যাচের আগে রিয়াল বস আনচেলত্তি নিজের ভাবনা নিয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন। সেখানেই ফর্মে ফেরা বার্সেলোনাকে নিয়ে নিজের দলকে সতর্ক করেন তিনি।
আনচেলত্তি বলেন, ‘সমস্যার মধ্যেও থাকলে দলটি (বার্সেলোনা) ঘুরে দাঁড়াচ্ছে। একটু একটু নিজেদের ফর্মে ফিরছে এবং উন্নতি করছে।’
বার্সেলোনার মতো রিয়াল মাদ্রিদও আত্মবিশ্বাসে টইটুম্বুর হয়েই মাঠে নামবে। সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেস্ককে ৫-০ ব্যবধানে হারিয়েছে। তবে সেটাকে মাথায় রাখতে চাননা কোচ আনচেলত্তি।
এ বিষয়ে তিনি বলেন, ‘দলগুলো আগের ম্যাচে কি করেছে সেটা গুরুত্বপূর্ণ না। সব ম্যাচ গুরুত্বপূর্ণ। মূল বিষয় হলো মাঠের খেলা।’
৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। অপরদিকে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে বার্সেলোনা। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল সোসিয়াদাদ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]