জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের শিবিরে থাবা বসিয়েছে করোনভাইরাস। আক্রান্ত হয়েছেন দলটির কোচ জুলিয়ান নাগেলসম্যান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ক্লাবটি।
বুধবার (২০ অক্টোবর) রাতে চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে মাঠে নামে বায়ার্ন মিউনিখ। এ ম্যাচে বাভারিয়ানদের ডাগআউটে ছিলেন না নাগেলসম্যাচ। ফ্লুর উপসর্গ থাকায় ডাগআউটে আসেননি তিনি।
Julian Nagelsmann has tested positive for Coronavirus despite being fully vaccinated. He will fly back to Munich separately from the team in a medical plane and isolate back there.
— FC Bayern English (@FCBayernEN) October 21, 2021
বৃহস্পতিবার (২১ অক্টোবর) চ্যাম্পিয়নস লিগ শেষ করে জার্মানিতে ফিরেছে বায়ার্ন মিউনিখ দল। তবে দলে সাথে না এসে আলাদা অ্যাম্বুলেন্স ফ্লাইটে ফেরেন জুলিয়ান নাগেলসম্যান। এরপরই দলের পক্ষ থেকে জানানো হয়, আইসোলেশনে থাকবেন তিনি।
চলতি ২০২১-২২ মৌসুমে বায়ার্নের দায়িত্ব নেন ৩৪ বছর বয়সী নাগেলসম্যান। দায়িত্ব নিয়েই দলকে এনে দিয়েছেন উড়ন্ত সূচনা।
এখন পর্যন্ত চলতি মৌসুমে আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগেও বেশ ভালো অবস্থায় আছে বাভারিয়ানরা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]