সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগে কোচ ডেমি ডে’কে সরিয়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে অস্কার ব্রুজোনকে নিয়োগ দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফেডারেশন তাকে আবারও চাইলেও পায়নি। ফলে নতুন কোচ হিসেবে পর্তুগালের মারিও লেমোসকে বেছে নিয়েছে বাফুফে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাফুফের জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অস্কার ব্রুজোন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বাফুফে। ফলে সাফ শেষে কোচ শূন্য হয়ে পড়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অবশেষে মারিও লেমোসকে বেছে নেওয়ায় এ জটিলতার অবসান হলো। যদিও কাগজে-কলমে এখনো জেমি ডের সঙ্গে বাফুফের চুক্তি আছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে নতুন চুক্তি অনুযায়ী ২০২২ সালের মাঝামাঝি সময় পর্যন্ত জেমি ডে’র মেয়াদ রয়েছে। ফলে তাকে সরাসরি বাদ দিতে না পারায় অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের পথেই হাঁটছে বাফুফে। অর্থাৎ শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য চার জাতির ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে মারিও অন্তর্বর্তীকালীন হিসেবে থাকছেন।
কাজী নাবিল আহমেদ বলেছেন, ম্যারিও ল্যামোসকে আমরা শ্রীলঙ্কার চার জাতির টুর্নামেন্টের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি খুব শিগগিরই সে বাংলাদেশে ফিরে দলের সাথে যোগ দেবেন।
অস্কারের মতো মারিও লেমোস-ও বাংলাদেশের ফুটবলে এক পরিচিত নাম। তিন মৌসুম আবাহনীর লিমিটেডের কোচের দায়িত্ব পালন করছেন তিনি। তার হাত ধরে প্রথমবারের মতো এএফসি কাপের আন্তঃআঞ্চলিক পর্বে খেলেছে আবাহনী।
জেমি ডে’র পারফরম্যান্সে সন্তুষ্ট না হওয়ায় তাকে সাময়িক বিরতিতে (তিন মাস) রাখে বাফুফে। ফলে স্বল্প সময়ের মাঝে সাফ চ্যাম্পিয়নশিপে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজনের কাঁধে দেওয়া হয় জাতীয় দলের কোচের দায়িত্ব।
জানা গেছে, সাফ চ্যাম্পিয়ন শেষে অস্কারকে শ্রীলঙ্কা সফরেও দায়িত্ব দিতে চাইলে তিনি রাজি হয়নি। টানা ১৩ মাস কাজ করায় নিজেকে ক্লান্ত মনে করছেন অস্কার।
শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট অনুষ্ঠিহ হবে ৮ থেকে ১৭ নভেম্বর। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ৮ নভেম্বর আফ্রিকার সিশেলসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর মালদ্বীপ ও শ্রীলঙ্কার বিপক্ষে যথাক্রমে ১১ ও ১৪ নভেম্বর খেলবে বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]