মালিকানা বদলের পর ছাটাই হলেন নিউক্যাসল কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৪ এএম, ২১ অক্টোবর ২০২১
মালিকানা বদলের পর ছাটাই হলেন নিউক্যাসল কোচ

কিছুদিন ধরেই কানাঘুষা ছিল বরখাস্ত হতে পারেন নিউক্যাসল ইউনাটেডের কোচ স্টিভ ব্রুস। শেষ পর্যন্ত সত্য হয়েছে আশঙ্কা। এক আনুষ্ঠানিক বিবৃতিতে স্টিভ ব্রুসের সাথে সম্পর্ক ছেদ করার কথা জানায় নিউক্যাসল ইউনাইটেড।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্নেহপুষ্ট একটি কনসোর্টিয়াম ৩০ কোটি পাউন্ড খরচ করে নিউক্যাসল ইউনাইটেডের মালিকানা কিনে নিয়েছে। নতুন মালিকের অধীনে চেলসি, ম্যানচেস্টার সিটি এবং পিএসজির মতো বদলে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না।

কোচ বদলের মধ্যে দিয়ে সেই বদলের শুরু করেছে নিউক্যাসল ইউনাইটেড। মালিকানা পরিবর্তনের সাথে সাথেই নিজের চাকরি নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন কোচ স্টিভ ব্রুস। তার সে আশঙ্কাকে সত্যি করেই তাকে ছাটাই করা হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) নিজের ক্যারিয়ারের হাজারতম ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়েছিলেন স্টিভ ব্রুস। সে ম্যাচে ৩-২ ব্যবধানে হারে নিউক্যাসল ইউনাইটেড। সে ম্যাচই নিউক্যাসলের হয়ে তার শেষ ম্যাচ হয়েছিল।

নিউক্যাসল ইউনাইটেডে স্টিভ ব্রুসের স্থলাভিষিক্ত হয়েছেন তার সহকারী গ্রায়েম জোন্স। আপাতত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

ছাটাই হওয়ার পর ব্রুস জানিয়েছেন ম্যানেজার হিসেবে এটাই তার শেষ চাকরি ছিল। আপাতত আর কোনো ক্লাবের দায়িত্ব নিতে চাননা।

জানা গেছে, ছাঁটাইয়ের ক্ষতিপূরণ বাবদ ব্রুসকে ৮০ লাখ পাউন্ড দেওয়া হচ্ছে। লিগের পয়েন্ট তালিকায় অবনমনের আশঙ্কায় আছে নিউক্যাসল, তাদের অবস্থান ১৯তম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দীর্ঘদিন পর দুই সতীর্থের মহামিলন

দীর্ঘদিন পর দুই সতীর্থের মহামিলন

বার্সা শিবিরে ইনজুরি, ছিটকে গেলেন তিন ফুটবলার

বার্সা শিবিরে ইনজুরি, ছিটকে গেলেন তিন ফুটবলার

আবারও বার্সেলোনার সভাপতি হতে চান বার্তামেউ

আবারও বার্সেলোনার সভাপতি হতে চান বার্তামেউ

চোটে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেলেন নেইমার

চোটে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেলেন নেইমার