একসাথে দেখা মিললো দুই ফুটবল তারকার! চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইনে খেলা দেখতে এসেছিলেন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো। সেখানেই বার্সেলোনার সাবেক সতীর্থ লিওনেল মেসির সাথে দেখা হয় তার। পুরোনো সতীর্থদের সাথে দীর্ঘদিন পর দেখা হওয়ায় আবেগে পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরেন।
মঙ্গলবার (১৯ অক্টোবর) চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে জার্মান ক্লাব লাইপজিগের মুখোমুখি হয় পিএসজি। সে ম্যাচ দেখতেই প্যারিসে আসেন রোনালদিনহো। তখনই তাদের দুইজনের সাক্ষাৎ ঘটে।
২০০৩ সালে পিএসজি থেকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় পাড়ি জমান ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদিনহো। রোনালদিনহোর বার্সা ক্যারিয়ারের দ্বিতীয় মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর মেসির অভিষেক ঘটে। সেখান থেকেই দুই তারকার পরিচয়ের শুরু।
তরুণ মেসিকে বার্সেলোনা দলের যোগ্য করে তুলতে ভূমিকা রাখেন ব্রাজিলিয়ান রোনালদিনহো। এমনকি রোনালদিনহোর বানানো বল থেকেই বার্সেলোনা ক্যারিয়ারে গোলের খাতা খোলেন মেসি।
তাই তো দুইজনের মধ্যে গড়ে উঠেছিল মধুর সম্পর্ক। তৈরি হয়েছিল আবেগ। সময় গড়িয়ে গেলেও দুইজনের মধ্যেই সেই বন্ধন এখনও অটুট রয়েছে।
মঙ্গলবার লাইপজিগের বিপক্ষে ম্যাচে পিএসজির জার্সিতে দুই গোল করেন লিওনেল মেসি। মেসির জোড়া গোলে লাইপজিগের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় ফরাসি ক্লাবটি। আর এতেই গ্রুপে ‘এ’-তে শীর্ষ উঠে এসেছে পিএসজি।
ম্যাচ শুরুর আগে রোনালদিনহো এবং মেসির মধ্যে সাক্ষাৎ ঘটে। সে সময় তারা একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন।
সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হয় বন্ধুত্বের নিদর্শন। সে সময় পুরো গ্যালারিজুড়ে মেসি-রোনালদো বন্দনা শুরু হয়।
ব্রাজিল-আর্জেন্টিনার দুই সতীর্থের মিলনের এ গল্প বিশ্ববাসীকে আলাদা উন্মাদনা দেয়। দুই দেশের দুই তারকার মেসি-নেইমারের বন্ধুত্বের দেখা মিলেছে এখন পিএসজিতে। তবে সে বন্ধুত্বের শুরু স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে।
স্পোর্টসমেইল২৪/এসিএইচ/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]