বিষয়

লা লিগায় চালু হচ্ছে ভিএআর পদ্ধতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৫ পিএম, ১৭ নভেম্বর ২০১৭
লা লিগায় চালু হচ্ছে ভিএআর পদ্ধতি

ইংল্যান্ড ও জার্মানির মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ব্যবহার করা হয়েছে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) পদ্ধতি। এবার লা লিগায় আগামী মৌসুমে ভিএআর প্রযুক্তি চালু করতে যাচ্ছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসও জানিয়েছেন, ‘নিশ্চিতভাবে’ লা লিগায় আগামী মৌসুমে ভিএআর চালু করা হবে। ভিএআর এর সহায়তায় রেফারিরা কোনো ঘটনা ভিডিও ফুটেজের সহায়তায় পর্যালোচনা করার সুযোগ পাবেন। ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বাড়বে।

জার্মানির বুন্ডেসলিগা ও ইতালির সেরি আয় প্রযুক্তিটি এরই মধ্যে চালু করা হয়েছে। এই তালিকায় এখন যোগ দেওয়ার অপেক্ষা লা লিগার। এর মধ্য দিয়ে রেফারিদের সিদ্ধান্ত ঘিরে বিতর্কগুলো দূর করতে মুখিয়ে আছে স্প্যানিশ কর্তৃপক্ষ।

আরএফইএফ এর এক বিবৃতিতে বলা হয়, আগামী মৌসুমে স্পেনের জাতীয় লিগ চ্যাম্পিয়নশিপে ভিএআর বাস্তবায়ন করতে রেফারি ও সহযোগী রেফারিদেরকে রেফারি কমিটির সভাপতি জানিয়ে দিয়েছেন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

নাইজেরিয়ায় ধরাশায়ী মেসিহীন আর্জেন্টিনা

নাইজেরিয়ায় ধরাশায়ী মেসিহীন আর্জেন্টিনা

আট বছর পর বিশ্বকাপে ডেনমার্ক

আট বছর পর বিশ্বকাপে ডেনমার্ক

৩৬ বছর পর বিশ্বকাপে পেরু

৩৬ বছর পর বিশ্বকাপে পেরু

রাশিয়া বিশ্বকাপে ৩২ দল চূড়ান্ত

রাশিয়া বিশ্বকাপে ৩২ দল চূড়ান্ত