চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভ এবং লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে হানা দিয়েছে ইনজুরি সমস্যা। ইনজুরিত কারণে ছিটকে গেছেন তিন গুরুত্বপূর্ণ ফুটবলার পেদ্রি, রোনাল্ড আরাহো এবং উসমান ডেম্বেলে। তিন ফুটবলার ছিটকে যাওয়ায় কোচ রোনাল্ড কোম্যানের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাজ।
এমনিতেই বার্সেলোনা স্কোয়াডের ভঙ্গ অবস্থা। এরই মধ্যে ইনজুরির হানায় বার্সেলোনা শিবিরে দেখা দিয়েছে ফুটবলার সংকট। তাই তো একাদশ সাজাতেই কোচ রোনাল্ড কোম্যানকে হিমশিম খেতে হচ্ছে।
রোনাল্ড আরাহোর বর্তমান সমস্যা পেশির ইনজুরি। বার্সেলোনার মূল দলের হয়ে অভিষেকের পর থেকেই এ সমস্যায় ভুগছেন তিনি।
দলের আক্রমণভাগের আরেক ফুটবলার উসমান ডেম্বেলেকে নিয়ে এই মুহূর্তে কোন ঝুঁকি নিতে চাচ্ছে না বার্সার মেডিকেল টিম। কাতালোনিয়া থেকে ফেরার পর থেকেই তিনি উরুর ইনজুরিতে ভুগছেন।
তবে বার্সার জন্য সবচেয়ে শঙ্কার খবর হয়ে এসেছে পেদ্রির নতুন করে ইনজুরিতে পড়া। ২০২০-২১ মৌসুমে অতিরিক্ত খেলার ধকল সইতে পারছেন না পেদ্রি। তাই তো ইনজুরিতে পড়েছেন তিনি।
এ মুহূর্তে দলের অন্য ফুটবলারদের উপর ভরসা রাখতে চাচ্ছে বার্সেলোনা। তাদের মূল দলের অন্য ফুটবলারদের নিয়েই পরবর্তী দুই ম্যাচে জয়ের ছক কষতে শুরু করেছে বার্সা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]