পায়ের অস্ত্রোপচারের পর আপাতত রিও ডি জেনেইরোর বিলাসবহুল রিসর্টে রিহ্যাবে আছেন পিএসজি'র ব্রাজিলিয় তারকা নেইমার জুনিয়র। তার সামনে লক্ষ্য একটাই, বিশ্বকাপের আগে ফিট হয়ে দেশের জার্সিতে রাশিয়াতে নেমে পড়া।
তবে রাশিয়ায় নতুন হেয়ার স্টাইলে দেখে যাবে ব্রাজিলের এই তারকা ফুটবলারকে। রিহ্যাবের মাঝেই গত কয়েকদিন ধরেই ইনস্টাগ্রামে নানান ছবি ভক্তদের সামনে তুলে ধরেছেন নেইমার। বান্ধবী ব্রুনা মার্কুইজিনের সঙ্গে সময়টা যে তিনি উপভোগ করছেন সেটাও বোঝাই যাচ্ছে।
সেই সকল ছবিতে কখনও নেইমারের পায়ে দেখা যাচ্ছে বিশেষ ধরণের বুট। অস্ত্রোপচারের পর 'প্রোটেক্টিভ বুট' পরেছেন তিনি। আবার নতুন হেয়ার স্টাইলের ছবিও পোস্ট করেছেন নেইমার। এই নতুন ছাঁটেই বিশ্বকাপে নেইমারকে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। সঠিক উত্তর জানা যাবে জুন মাসে রাশিয়ায়।