স্বপ্ন ভঙ্গের সাফ চ্যাম্পিয়নশিপ শেষে মালদ্বীপ থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। রোববার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় মালদ্বীপ থেকে ঢাকায় পা রাখেন জামাল ভূঁইয়ারা। ফাইনালের স্বপ্ন দেখলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ।
ঢাকায় পৌঁছে দেশের ফুটবলাররা আপাতত নিজ নিজ বাসায় গেছেন। দু’দিন বিরতি শেষে মঙ্গলবার (১৯ অক্টোবর) জাতীয় দলের আবাসিক ক্যাম্পে তারা যোগদান করবেন। একই দিন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলাররা ক্যাম্পে যোগ দেবেন।
রোববার বাংলাদেশ ফুটবল ফেযারেশনের (বাফেুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।
সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে গত ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) মালদ্বীপ যায় বাংলাদেশ ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলের জয় তুলে আসর শুরু করে বাংলাদেশ।
এরপর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে ১-১ গোলে রুখে দিয়ে পয়েন্ট অর্জন করলেও স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে হেরে যায় জামাল ভূঁইয়ারা। ফলে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার হয়ে দাঁড়ায়।
আসরে ফাইনাল খেলতে অঘোষিত সেমিফাইনালে নেপালের বিকক্ষে প্রথমে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে জয় বঞ্চিত হয় বাংলাদেশ।
১-১ গোলের সমতায় শেষ হওয়া ম্যাচে পয়েন্ট নেপাল পয়েন্ট পাওয়ায় ফাইনালে খেলার স্বপ্ন ভাঙে বাংলাদেশের। অন্যদিকে, প্রথমবারের মতো সাফের ফাইনাল খেলা নিশ্চিত করে নেপাল। যদিও ফাইনালে ভারতের কাছে হেরে যায় তারা।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]