বরখাস্ত হলেন প্যারাগুয়ের কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৩ এএম, ১৬ অক্টোবর ২০২১
বরখাস্ত হলেন প্যারাগুয়ের কোচ

সবসময়ই প্রতিপক্ষের জন্য কঠিন হয়ে দাঁড়ায় বলিভিয়ার রাজধানী লা পাসের উচ্চতা। সেখানে গিয়ে স্বাভাবিকভাবেই বেশ ভুগেছে প্যারাগুয়ে। স্বাগতিক বলিভিয়ার কাছে ৪-০ ব্যবধানের হারে বরখাস্ত হয়েছেন প্যারাগুয়ের কোচ এডুয়ার্ডো বেরিজ্জো।

বলিভিয়ার বিপক্ষে হারের বেরিজ্জোকে বরখাস্ত করেছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন। বলিভিয়ার বিপক্ষে ম্যাচে হারের পর এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে তারা।

শুধু বেরিজ্জো নয়, পুরো কোচিং প্যানেলকেই ছাটাই করেছে প্যারাগুয়ে। একই টুইট বার্তায় শীঘ্রই নতুন কোচ নিয়োগ করা হবে বলে জানায় প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে হুয়ান কার্লোস ওসিরিওর পদত্যাগের পর প্যারাগুয়ের কোচ হিসেবে নিয়োগ পান রেরিজ্জো। সাবেক এ আর্জেন্টাইন ডিফেন্ডারের অধীনে ৭ ম্যাচে জিতেছে প্যারাগুয়ে। এছাড়াও ১৩ ম্যাচে ড্রয়ের পাশাপাশি ১১ ম্যাচে পরাজয়ের লজ্জা পায়।

ল্যাটিন আমেরিকা অঞ্চলের ১০ দলের বাছাইয়ে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে প্যারাগুয়ে। পঞ্চম স্থানে থাকা উরুগুয়ের থেকে চার পয়েন্টে পিছিয়ে আছে।

বাছাই পর্বের শীর্ষের থাকা চার দল সরাসরি ২০২২ কাতার বিশ্বকাপে খেলবে। পঞ্চম দল খেলবে আন্ত-মহাদেশীয় প্লে-অফে খেলে বিশ্বকাপে সুযোগ করে নিতে হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনায় পেদ্রির রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো

বার্সেলোনায় পেদ্রির রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো

জেলে যাওয়ার শঙ্কায় ফরাসি তারকা লুকাস হার্নান্দেজ

জেলে যাওয়ার শঙ্কায় ফরাসি তারকা লুকাস হার্নান্দেজ

কমে যাচ্ছে লিগ ওয়ানের দল সংখ্যা

কমে যাচ্ছে লিগ ওয়ানের দল সংখ্যা

জার্মানির পর নিশ্চিত হলো ডেনমার্কের বিশ্বকাপ

জার্মানির পর নিশ্চিত হলো ডেনমার্কের বিশ্বকাপ