বার্সেলোনার সাথে নতুন চুক্তি করতে রাজি হয়েছেন সদ্যই ১৮ পেরোনো পেদ্রি। এ স্প্যানিশ মিডফিল্ডার পাঁচ বছরের জন্য বার্সেলোনার সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন। এ সময়ে তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ১০০ কোটি ইউরো।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে কাতালান ক্লাবটি এক বিবৃতিতে জানায়, শুক্রবার (১৫ অক্টোবর) নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন পেদ্রি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনায় থাকবেন তিনি।
২০২০ সালের আগস্টে স্প্যানিশ ক্লাব লাস পাসমাস থেকে বার্সেলোনায় যোগ দেন। যোগ দিয়েই ক্লাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অভিষেক মৌসুমে বার্সেলোনার হয়ে ৫৩ ম্যাচ খেলেন তিনি।
সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও দূর্দান্ত ছিলেন পেদ্রি। টুর্নামেন্টে স্পেনের সব ম্যাচের শুরুর একাদশে ছিলেন। দারুণ পারফর্মেন্সের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেরা একাদশেও জায়গা করে নেন তিনি।
এরপর জুলাই-অগাস্টে টোকিও অলিম্পিকসে ফুটবলে স্পেনের রুপা জয়েও তার ছিল বড় অবদান। ফাইনালে ব্রাজিলের কাছে হেরে গিয়েছিল স্পেন।
কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া বার্সেলোনার হয়ে এ মৌসুমে পেদ্রি খেলেছেন চার ম্যাচ। লা লিগায় সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রোনাল্ড কোম্যানের দল আছে নয় নম্বরে। আর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় আছে দলটি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]