জেলে যাওয়ার শঙ্কায় ফরাসি তারকা লুকাস হার্নান্দেজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৫ এএম, ১৫ অক্টোবর ২০২১
জেলে যাওয়ার শঙ্কায় ফরাসি তারকা লুকাস হার্নান্দেজ

স্ত্রীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর আদালতের আদেশ অমান্য করেছেন বায়ার্ণ মিউনিখের ফরাসি ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ। এ কারণে তাকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে মাদ্রিদের একটি আদালত।

মঙ্গলবার (১৯ অক্টোবর) হার্নান্দেজকে আদালতে হাজির হতে হবে। এরপর থেকে স্বেচ্ছায় আদালতে যাওয়ার জন্য ১০ দিন সময় পাবেন। এ সময় নিজের পছন্দ মতো কারাগারও বেছে নিতে পারবেন তিনি। ইতিমধ্যেই তিনি শাস্তির বিরুদ্ধে আপিল করেছেন।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে হার্নান্দেজ তার সেই সময়কার বান্ধবী আমেলিয়া ইয়োরেন্তের সঙ্গে মারামারিতে জড়ান। সেই আমেলিয়াই তার স্ত্রী। সেসময় অবশ্য দুজনের কেউ পরস্পরের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করেননি। শরীরে কিছুটা আঘাত পাওয়ায় হাসপাতালে চিকিৎসা নেন আমেলিয়া।

তাকে লাঞ্ছিত করার জন্য হার্নান্দেজকে ৩১ দিনের জনসেবামূলক কাজের সাজা দেওয়া হয়েছিল। একই শাস্তি দেওয়া হয়েছিল অ্যামেলিয়াকে। এছাড়াও দুইজনকে ৫০০ মিটারের মধ্যে না থাকতে বলা হয়েছিল।

নিজেদের মধ্যে সকল বিরোধ সরিয়ে রেখে পরে তারা দুইজনই বিয়ে করেন। বিয়ে করে দুইজন একসাথে মাদ্রিদে ফেরায় আইনি ঝামেলায় পড়েন তারা দুইজন।

আদেশ অমান্য করায় হার্নান্দেজকে তখন গ্রেফতার করা হয়েছিল। ওই অপরাধে ২০১৯ সালে তাকে ছয় মাসের স্থগিত কারাদণ্ড দেয় আদালত। ফরাসি ডিফেন্ডার তখন আপিল করলেও হেরে যান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো আফ্রিকার দেশ শাদ

ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো আফ্রিকার দেশ শাদ

কমে যাচ্ছে লিগ ওয়ানের দল সংখ্যা

কমে যাচ্ছে লিগ ওয়ানের দল সংখ্যা

জার্মানির পর নিশ্চিত হলো ডেনমার্কের বিশ্বকাপ

জার্মানির পর নিশ্চিত হলো ডেনমার্কের বিশ্বকাপ

আফগান জুনিয়র নারী ফুটবল দলকে আশ্রয় দিচ্ছে যুক্তরাজ্য

আফগান জুনিয়র নারী ফুটবল দলকে আশ্রয় দিচ্ছে যুক্তরাজ্য