বাংলাদেশ কিংবা নেটাল, সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে দুই দলেরই জয়ের কোন বিকল্প নেই। রাউন্ড পর্বের শেষ ম্যাচে অঘোষিত এমন ‘সেমিফাইনালে’ আগের একদশ থেকে চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। জামাল ভূঁইয়াদের দলকে শক্তিশালী করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন কোচ অস্কার ব্রুজন।
বুধবার (১৩ অক্টোরব) মালদ্বীপের মাঠে নেপালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে ফিরেছেন উইঙ্গার রাকিব হোসেন ও ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। এছাড়া একদাশে জায়গা পেয়েছেন টুটুল হোসেন বাদশা এবং সুমন রেজা।
একাদশ থেকে বাদ পড়েছেন গত ম্যাচে খেলা সোহেল রানা। আর দুই কার্ডের জন্য নিষেধাজ্ঞায় থাকা ডিফেন্ডার ইয়াসিন আরাফাত খেলতে পারছেন না।
এছাড়া দুই ম্যাচে খেলার পর রিজার্ভ বেঞ্চে গেছেন মতিন মিয়া। গত ম্যাচে একাদশে রহমত মিয়ার বদলে টুটুল হোসেন বাদশা এবার নেমেছেন প্রথম একাদশে।
২০১৮ সালে ঢাকায় নেপালের বিপক্ষে খেলা অনেক ফুটবলারই আজকের একাদশে খেলছেন। বাংলাদেশ-নেপালের সর্বশেষ লড়াইয়ে ২-১ গোলে হেরেছিল লাল-সবুজের দল। আর সাফের দুই দলের তিন ম্যাচে (২০১১, ২০১৩ ও ২০১৮) বাংলাদেশ সবগুলোতেই হেরেছে।
চলতি সাফ চ্যাম্পিয়নশিপে আজকের ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াই। ফাইনালে যেতে হলে বাংলাদেশের সামনে জয়ের কোন বিকল্প নেই। তবে ড্র করতে পারলেই ফাইনালে পা রাখবে নেপাল।
বাংলাদেশ একাদশ
জামাল ভূঁইয়া (অধিনায়ক), আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ , টুটল হোসেন বাদশা, ইব্রাহীম, বিপলু, সাদ উদ্দিন, রাকিব হোসেন ও সুমন রেজা।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]