আফগান জুনিয়র নারী ফুটবল দলকে আশ্রয় দিচ্ছে যুক্তরাজ্য

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৪ এএম, ১৩ অক্টোবর ২০২১
আফগান জুনিয়র নারী ফুটবল দলকে আশ্রয় দিচ্ছে যুক্তরাজ্য

পরিবারসহ যুক্তরাজ্যে আফগান নারী জুনিয়র ফুটবলাররা। ছবি : গার্ডিয়ান

তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই বদলে গিয়েছে আফগানিস্তানের জীবন যাত্রা। নারীদের জীবন হয়ে উঠেছে আরও কঠিন। তাই তো দেশ ছেড়ে পালিয়েছে আফগানিস্তান নারী দলের ফুটবলাররা। শুধু মূল দল নয়, জুনিয়র দলও দেশ ছেড়েছে। জুনিয়র দলকে আশ্রয় দিচ্ছে যুক্তরাজ্য।

তালেবান শাসন শুরু পর দেশ থেকে পালিয়ে পাকিস্তানে আশ্রয় নেয় আফগানিস্তান জুনিয়র নারী দলের ফুটবলার এবং তাদের পরিবার। সেখান থেকে তাদেরকে যুক্তরাজ্যে স্থানান্তর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য সরকার।

যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তান নারী ফুটবল দলের ভিসা দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে। খুব দ্রুতই তাদেরকে যুক্তরাজ্যে স্বাগত জানানো হবে।

এর আগে আফগানিস্তান নারী ফুটবল দল দেশ থেকে ইউরোপের দেশ পর্তুগালে আশ্রয় নেয়। তারা বর্তমানে সেখানেই অবস্থান করছে।

আফগানিস্তান জুনিয়র নারী দলে থাকা ৩৫ জন সদস্যের সবাই কিশোরী। শুধু ফুটবলারদের নয়, তাদেরকে পরিবারকেও আশ্রয় দেওয়া হচ্ছে। পরিবারসহ মোট ১৩০জনকে আশ্রয় দেওয়া হচ্ছে। তাদের সবার কাবুল বিমানবন্দর থেকে বৃটিশদের ভাড়া করা বিমানে আসার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে না পৌঁছানোয় তারা বিমানে চড়তে ব্যর্থ হয়।

আফগান জুনিয়র নারী দলকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার বিষয়ে সহায়তা করছে রকইট ফাউন্ডেশন। এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান জোনাথান কেনড্রিক বলেন, ‘বিমানে চড়তে ব্যর্থ হওয়ার পরে ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে তারা পাকিস্তানে পালিয়ে যেতে সক্ষম হয়। এ কাজে তাদের সহায়তা করেছে আফগানিস্তানের কিছু সাহসী লোক।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো আফ্রিকার দেশ শাদ

ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো আফ্রিকার দেশ শাদ

জার্সির স্পন্সর খুঁজছে বার্সেলোনা

জার্সির স্পন্সর খুঁজছে বার্সেলোনা

কাতারে বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো জার্মানি

কাতারে বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো জার্মানি

বার্সেলোনায় শুধুই বিদেশিদের সমালোচনা হয় : লুই ফান হাল

বার্সেলোনায় শুধুই বিদেশিদের সমালোচনা হয় : লুই ফান হাল