কাতারে বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো জার্মানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৩ এএম, ১৩ অক্টোবর ২০২১
কাতারে বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো জার্মানি

প্রথম দেশ হিসেবে কাতার বিশ্বকাপে নিজেদের অবস্থান নিশ্চিত করলো জার্মানি। উত্তর মেসেডোনিয়াকে হারিয়ে স্বাগতিক দেশের পর প্রথম দল হিসেবে ২০২২ বিশ্বকাপ নিশ্চিত করে জার্মানি। বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপ অঞ্চলের গ্রুপ ‘জি’ তে শীর্ষ স্থান নিশ্চিত করায় তাদের কাতার যাওয়া নিশ্চিত হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) রাতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উত্তর মেসেডোনিয়ার মুখোমুখি হয় জার্মানি। প্রথমার্ধে কোনো গোল না পেলেও দ্বিতীয়ার্ধে মেসেডোনিয়ার জালে চারবার বল জড়ায় জার্মানি।

এদিন জার্মানির হয়ে স্কোর শিটে নাম তোলেন টিমো ওয়ার্নার, কাই হাভার্টজ এবং জামাল মুসিয়ালা। চেলসি তারকা টিমো ওয়ার্নার করেন জোড়া গোল।

শুধু উত্তর মেসেডোনিয়ার বিপক্ষে জয়ই জার্মানির বিশ্বকাপ নিশ্চিত করেনি। রোমানিয়ার কাছে আর্মেনিয়ার ১-০ গোলের হার জার্মানিকে প্রথম দল হিসেবে বিশ্বকাপের মঞ্চে তুলেছে। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচে হারলেও জার্মানি তাদের গ্রুপের শীর্ষস্থান হারাবে না।

বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত একটি ম্যাচেই হারের স্বাদ পেয়েছিল জার্মানি। সোমবার ৪-০ গোলে হারানো মেসিডোনিয়ার কাছেই চলতি বছরের মার্চে ২-১ ব্যবধানে হেরেছিল জার্মানরা।

চলতি বছরের মার্চে জার্মানিকে হারালেও সোমবার জার্মানির সামনে পাত্তাই পায়নি মেসিডোনিয়া। প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় শেষ করলেও দ্বিতীয়ার্ধে চারটি গোল হজম করে মেসিডোনিয়া।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনার অনুশীলনে ফিরেছেন ডেম্বেলে-আগুয়েরো

বার্সেলোনার অনুশীলনে ফিরেছেন ডেম্বেলে-আগুয়েরো

বার্সেলোনায় শুধুই বিদেশিদের সমালোচনা হয় : লুই ফান হাল

বার্সেলোনায় শুধুই বিদেশিদের সমালোচনা হয় : লুই ফান হাল

কলম্বিয়ায় থামলো ব্রাজিলের জয়রথ

কলম্বিয়ায় থামলো ব্রাজিলের জয়রথ

স্পেনকে হারিয়ে নেশনস লিগের চ্যাম্পিয়ন ফ্রান্স

স্পেনকে হারিয়ে নেশনস লিগের চ্যাম্পিয়ন ফ্রান্স