কঠিন সময়ের মধ্যে যাচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। কঠিন সময়ের জন্য স্বস্তি বয়ে নিয়ে এসেছে ওসমান ডেম্বেলে এবং সার্জিও আগুয়েরোর অনুশীলনে ফেরার খবর। চোট কাটিয়ে লম্বা সময় পর অনুশীলনে ফিরেছেন এ দুই ফুটবলার।
কাতালান ক্লাবটি সোমবার (১১ অক্টোবর) এক টুইট বার্তায় ডেম্বেলে এবং আগুয়েরোর অনুশীলনে ফেরার খবর নিশ্চিত করেছে। অনুশীলনে ফিরলেও এখনও মূল দলের খেলার মতো অবস্থায় নেই তারা। তাই তো চিকিৎসক দলের সবুজ সংকেতের অপেক্ষায় থাকতে হবে তাদেরকে।
চলতি বছরের জুনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোট পান ফরাসি ফরওয়ার্ড ওসমান ডেম্বেলে। পরে চিকিৎসকের ছুরির নিচে যেতে হয় তাকে। এরপর সোমবারই প্রথম অনুশীলনে ফিরলেন তিনি।
ম্যানচেস্টার সিটিতে চুক্তির মেয়াদ শেষ করে চলতি বছরের জুলাইয়ে কাতালান ক্লাবটিতে নাম লেখান আগুয়েরো। নতুন ক্লাবের হয়ে প্রাক মৌসুমে প্রস্তুতিতে ডান পায়ের পেশিতে চোট পান তিনি। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি।
আন্তর্জাতিক বিরতি শেষ করে রোববার (১৭ অক্টোবর) ক্যাম্প ন্যুয়ে লা লিগায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। সর্বশেষ ছয় ম্যাচে একটি মাত্র জয় পেয়েছে বার্সা। এর মধ্যে আবার চার ম্যাচে কোনো গোলই করতে পারেনি।
লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের পর চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভ এবং লা লিগায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে প্রথম দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছে কাতালান ক্লাবটি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]