মার্টিনেজকে প্রশংসায় ভাসালেন মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০১ এএম, ১২ অক্টোবর ২০২১
মার্টিনেজকে প্রশংসায় ভাসালেন মেসি

লিওনেল মেসি গোল করেছেন, গোল করিয়েছেন। মেসির গোলে লিড পাওয়ার আগে উরুগুয়ের আক্রমণ সামলাতে ব্যস্ত ছিল আর্জেন্টিনার রক্ষণ। এমিলিয়ানো মার্টিনেজের দক্ষতায় কোনো গোল হজম করতে হয়নি আর্জেন্টিনাকে। তাই তো ম্যাচের পর মার্টিনেজকে প্রশংসায় ভাসালেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

আর্জেন্টিনার হয়ে স্বপ্নের মতো সময় পার করছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার মাটিতে সর্বশেষ বলিভিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। এবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচেও গোল করলেন এবং করালেন।

আর্জেন্টিনা জুড়ে এখন শুধু মেসি মেসি রব। বিষয়টা বেশ উপভোগ করছেন বলে জানান আর্জেন্টাইন কাপ্তান। বলেন, ‘দলের সঙ্গে, সবার সঙ্গে যে বন্ধন তৈরি হয়েছে, এটা খুবই সুন্দর। আমার আশা এটা অনেকদিন টিকে থাকবে।’

ঘরের মাঠে বেশ ভালোই সমর্থন পাচ্ছেন লিওনেল মেসি। তাই তো ফেসবুকে মেসি লিখলেন, ‘আমরা যে দারুণ মুহূর্ত উপভোগ করছি, তা কি অসাধারণ! দারুণ এক জয়। আমাকে একটু খুশি এনে দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ। বৃহস্পতিবার দেখা হবে।’

ম্যাচটি মেসির জন্য আনন্দের নাও হতে পারতো। ম্যাচের শুরুতেই উরুগুয়ের আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল আলবিসেলেস্তারা। তবে আর্জেন্টিনার ত্রাণকর্তা হিসেবে দাঁড়িয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তাই তো মার্টিনেজের প্রশংসা করতে একটুও কার্পণ্য করলেন না অধিনায়ক। 

মার্টিনেজকে নিয়ে মেসি বললেন, ‘দিবু (এমি মার্টিনেজ) দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কাছে আক্রমণ হলে, সে ভালোমত জবাব দেয়। সত্য বলতে কোপা আমেরিকা থেকে সে গোলপোস্টে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কোনো সন্দেহ নেই, আমাদের দলে বিশ্বসেরা গোলরক্ষক আছে। আমরা এর সুবিধা নিয়েছি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

উরুগুয়েকে হারিয়ে জয়ে ফিরলো আর্জেন্টিনা

উরুগুয়েকে হারিয়ে জয়ে ফিরলো আর্জেন্টিনা

কলম্বিয়ায় থামলো ব্রাজিলের জয়রথ

কলম্বিয়ায় থামলো ব্রাজিলের জয়রথ

২০২২ বিশ্বকাপেই নেইমারের বিদায়!

২০২২ বিশ্বকাপেই নেইমারের বিদায়!

সেরা গোলরক্ষক হওয়ার দৌড়ে এমি মার্টিনেজ

সেরা গোলরক্ষক হওয়ার দৌড়ে এমি মার্টিনেজ