পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াবে, এটাই যেন নিয়মে পরিণত করেছে ফ্রান্স। নেশনস লিগের ফাইনালের আগে সর্বশেষ ৮ ম্যাচের ৭ টিতে পিছিয়ে পড়ে, ঘুরে দাঁড়িয়েছিল ফ্রান্স। স্পেনের বিপক্ষেও একইভাবে জয় তুলে নিয়ে নেশনস লিগের শিরোপা উৎসবে মেতেছে ফ্রান্স।
রোববার (১০ অক্টোবর) মিলানের সান সিরো স্টেডিয়ামে নেশনস লিগের ফাইনালে স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। নেশনস লিগে জয়ে দারুণ এক রেকর্ডও গড়েছে তারা। ফুটবল ইতিহাসের প্রথম দল বিশ্বকাপ-ইউরো-নেশনস লিগ, এ তিন টুর্নামেন্টেরই শিরোপা ঘরে তুললো ফরাসিরা।
সান সিরোতে প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ শুরু করলেও এগিয়ে যেতে পারেননি কোনো দল। ডেডলক ভাঙতে ৬৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়।
ম্যাচের ৬৪তম মিনিটে মিকেল ওইয়ারসাবালের গোলে এগিয়ে যায়। তবে স্পেন বেশিক্ষণ এ লিড ধরে রাখতে পারেনি। দুই মিনিট পরেই গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান স্ট্রাইকার করিম বেনজেমা। আর দলের হয়ে জয় সূচক গোল করে স্ট্রাইকার কিলিয়ান এমবাপে।
ফাইনালে ফ্রান্স জয় পেলেও পরিসংখ্যানে বেশ এগিয়ে ছিল স্পেন। বল দখল কিংবা আক্রমণ সবদিকেই ফ্রান্সের উপর ছড়ি ঘুরিয়েছে স্পেন। তবুও ম্যাচে জয় তুলে নিতে পারেনি স্প্যানিশরা।
শিরোপা জিতে নিজের শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার ম্যাচটি রাঙাতে চেয়েছিলেন অ্যান্টেনিও গ্রিজম্যান। নিজে আলো ছড়াতে না পারলেও দলের জয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে পড়ার দায়ে সমালোচনায় পড়েছিলেন এমবাপে। সেই এমবাপের গোলেই শিরোপা নিশ্চিত করেছে তারা।
অপ্রীতিকর ঘটনায় পাঁচ বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকা করিম বেনজেমা, চলতি বছর ফিরেছেন জাতীয় দলে। তখন থেকেই নিয়মিতই আলো ছড়াচ্ছেন বেনজেমা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]