বয়স মাত্র ২৯! এতেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর চিন্তা করছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আরও বছর পাঁচেক পরে ফুটবলকে বিদায় জানানোর ভাবনা আসার কথা ছিল। তবে নেইমার একটু ভিন্নভাবে ভাবছেন। জানালেন আগামী কাতার বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ হতে পারে।
ব্রাজিলিয়ান তারকা নেইমার এখন পর্যন্ত সেলেসাওদের হয়ে দুইটি বিশ্বকাপ খেলেছেন। ২০১৪ এবং ২০১৮ দুই বিশ্বকাপেই তাকে ঘিরেই সাজানো হয়েছিল বিশ্বকাপ জয়ের মিশন। তবে কোনোবারই সফল হতে পারেননি। প্রথমবার সেমিফাইনাল এবং দ্বিতীয় বার কোয়ার্টার ফাইনালেই শেষ হয়েছিল ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন যাত্রা।
ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ মিশনে নামার এক বছর আগে নেইমার জানালেন, তার কাছে মনে হচ্ছে না ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ক্যারিয়ার লম্বা হবে।
সম্প্রতি একটি বিশেষ অনুষ্ঠানে নেইমার বলেন, ‘আমি মনে করি, এটাই আমার শেষ বিশ্বকাপ।’
কেন কাতারেই তিনি বিদায় বলতে চান সে বিষয়েও সুস্পষ্ট ধারণা দিয়ে রেখেছেন তিনি। নেইমার বলেন, ‘আমি একে আমার শেষ হিসেবে দেখছি। কারণ আমি জানি না এরপর আমার ফুটবল খেলার মতো মানসিক শক্তি থাকবে কি-না।’
নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ জয়ের জন্য মরিয়া হয়ে মাঠবেন বলেও জানান তিনি। বলেন, ‘সে কারণে আমি ভালোভাবে প্রস্তুতি নিতে, দলের হয়ে শিরোপা জিততে, আমার শৈশবের স্বপ্ন পূরণ করতে সবকিছুই করব। আর আশা করছি, আমি সেটা করতে পারব।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]