নিজের শততম ম্যাচে শিরোপার স্বাদ চান গ্রিজম্যান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৩ এএম, ১১ অক্টোবর ২০২১
নিজের শততম ম্যাচে শিরোপার স্বাদ চান গ্রিজম্যান

উয়েফা নেশনস লিগের ফাইনাল, আরেকটি শিরোপা সামনে দাঁড়িয়ে ফ্রান্স এবং স্পেন। তবে অ্যান্টেনিও গ্রিজম্যানের জন্য ম্যাচটি যেন বিশেষ কিছু। এ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম ম্যাচে মাঠে নামবেন তিনি। ব্যক্তিগত অর্জনের এ দিনে শিরোপা জয়ের উৎসব করেই স্মরণীয় করতে চান এ ফরওয়ার্ড।

রোববার (১০ অক্টোবর) রাতে মিলানের সান সিরো স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। শেষ মুহূর্তে চোটে না পড়লে ফাইনালে গ্রিজম্যানের মাঠে নামা একরকম নিশ্চিতই। এতেই শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করা হবে তার।

এর আগে ফ্রান্সের হয়ে মাত্র আটজন ফুটবলার এ কীর্তি গড়েছেন। বর্তমান কোচ দিদিয়ে দেশম, গোলরক্ষক হুগো লরিসও এ তালিকায় আছেন।

ক্লাব ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই স্পেনে কাটিয়েছেন গ্রিজম্যান। সেই স্পেনের বিপক্ষেই শততম ম্যাচে মাঠে নামবেন। ৩০ বছর বয়সী এ ফরওয়ার্ডের চাওয়া,দলীয় সাফল্যে রঙিন হোক রাতটি।

গ্রিজম্যান বলেন, ‘বিশেষ একটা রাত হতে যাচ্ছে। ম্যাচটি আমাদের জিততে হবে। ট্রফি জয়ের একটি ব্যাপার আছে। সাফল্য পাওয়ার জন্য আমরা সম্ভাব্য সবকিছু করবো। শিরোপা জয়ের জন্য আমাদের দল উপযুক্ত।’

ফ্রান্সের হয়ে সর্বোচ্চ ১৪২ ম্যাচ খেলে শীর্ষে আছেন লিলিয়ান থুরাম। দ্বিতীয় স্থানে আছেন ১৩২ ম্যাচ খেলা ফ্রান্সের বর্তমান গোলরক্ষক হুগো লরিস।

নেশনস লিগের ফাইনালের আগে শততম ম্যাচ খেলার অপেক্ষায় থাকা গ্রিজম্যানকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ দেশম। তিনি বলেন, ‘শুধু ম্যাচ সংখ্যার ব্যাপার না। তার কার্যকারিতা দেখুন। গোল এবং গোলে সহায়তা। ভাগ্যের সহায়তায় পেয়েছে সে। বড় কোনো চোটে পড়েনি এবং আশা করি, ও চোট থেকে দূরে থাকবে।’

আগে গ্রিজম্যানকে নিয়মিত একাদশে জায়গা পেতে লড়াই করতে হলেও পরে গুরুত্বপূর্ণ ফুটবলারের পরিণত হয়েছেন বলে জানান কোচ। দেশম বলেন, ‘আমার কোচিংয়ের শুরুর দিকে সে নিয়মিত একাদশে থাকতো না। তবে ২০১৬ সাল থেকে একাদশের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফাইনালে তোরেসকে না পাওয়ার শঙ্কায় স্পেন

ফাইনালে তোরেসকে না পাওয়ার শঙ্কায় স্পেন

ফাইনালের আগে ফ্রান্স দলে করোনার হানা

ফাইনালের আগে ফ্রান্স দলে করোনার হানা

এমবাপে নিয়ে রিয়ালের মন্তব্যে পিএসজির অসন্তোষ

এমবাপে নিয়ে রিয়ালের মন্তব্যে পিএসজির অসন্তোষ

জানুয়ারিতে জানা যাবে এমবাপের রিয়াল ভাগ্য

জানুয়ারিতে জানা যাবে এমবাপের রিয়াল ভাগ্য