উয়েফা নেশনস লিগের ফাইনালে স্প্যানিশ মিডফিল্ডার ফেরান তোরেসের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ফ্রান্সের বিপক্ষে নামার আগে ফিটনেস পরীক্ষায় উতরাতে হবে। তবেই ফাইনালে নামতে পারবেন তিনি। তোরেসকে নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন স্পেন কোচ লুইস এনরিকে।
ইতালির বিপক্ষে সেমিফাইনালে ২-১ ব্যবধানে জয় পায় স্পেন। দুই গোল করে দলকে জয় এনে দেন তোরেস। এ ম্যাচেই ডান পায়ে আঘাত নিয়ে মাঠ ছাড়েন তিনি।
মিলানের সান সিরোতে রোববার (১০ অক্টোবর) ফাইনালে মাঠে নামবে স্পেন এবং ফ্রান্স। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তোরেসকে নিয়ে দুর্ভাবনার কথা জানান কোচ এনরিকে।
এনরিকে বলেন, ‘ফেরান ছাড়া সবাই ফিট আছে। আমরা ওর খেলা নিয়ে জোর করবো না। যদি সে ফিট থাকবে তাহলে সে খেলবে, না হলে মাঠে নামবে না।’
স্পেনের এ সিটিজেন স্ট্রাইকার ফাইনালের আগে ওয়ার্ম সেশনে যোগ দিবেন। সেখানেই তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এনরিকে।
এদিকে স্প্যানিশ স্ট্রাইকার ফেরান তোরেস খেলার ব্যাপারে আশাবাদী। বলেন, ‘পায়ের অবস্থা ভালো। আমি আগামীকাল চেষ্টা করবো। দেখা যাক, খেলতে পারি কি-না।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]