মাস দুয়েক পরেই শুরু হবে চলতি ২০২১-২২ মৌসুমের শীতকালীন দলবদল। তার আগেই শুরু হয়ে ক্লাবগুলোর ঘর গোছানোর তোরজোর। এবারের দলবদলের বাজারে সবচেয়ে বড় চমক হতে পারেন ইংলিশ স্ট্রাইকার রহিম স্টার্লিং।
বেশ বাজেভাবে নতুন মৌসুম শুরু করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তাই তো শীতকালীন দলবদলের বাজারে চমক দেখাতে পারে তারা। তবে ফেয়ার প্লে নিয়মের মধ্যে থেকেই তাদেরকে এ কাজ করতে হবে।
আসন্ন দল বদলে বার্সেলোনার এবারের লক্ষ্য রহিম স্টার্লিং। সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটিতে বেশ একটা গুরুত্ব পাচ্ছেন না স্টার্লিং। তাই তিনি নিজেও ক্লাব ছাড়তে আগ্রহী হয়ে আছেন তিনি।
চলতি মৌসুমের গ্রীষ্মকালীন দলবদলে বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে জ্যাক গ্রিলিশকে দলে ভিড়িয়েছে ম্যানসিটি। গ্রিলিশের পাশাপাশি ম্যানসিটি একাডেমি থেকে উঠে আসা ফিল ফোডেন পেপ গার্দিওয়ালার একাদশে বেশি গুরুত্ব পাচ্ছেন।
এ কারণেই জানুয়ারির দলবদলের বাজারে অন্যতম শিরোনাম হতে পারেন স্টার্লিং। স্টার্লিংয়ের দল ছাড়ার গুঞ্জনের খবর জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম।
বার্সেলোনা অবশ্যই স্টার্লিং নয় উরুগুইয়ান তারকা এডিনসন কাভানিকে দলে ভেড়াতে আগ্রহী ছিল। তবে স্টার্লিং দল ছাড়ার আগ্রহ প্রকাশ করায় কাভানি নয়, গুরুত্ব পাচ্ছেন এ ইংলিশ তারকা।
২৬ বছর বয়সী এ ইংলিশ তারকা প্রায় অর্ধযুগ ধরে ম্যানচেস্টার সিটি প্রধান স্ট্রাইকার হিসেবে খেলছেন। তবে একাদশে জায়গা অনিয়মিত হয়ে পড়ায় এখন বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী হয়ে আছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]