শক্তিশালী ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সাফ চ্যাম্পিয়শিপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল বাংলাদেশ ফুটবল দল। তবে নিজেদের শীর্ষস্থান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জামাল ভূঁইয়ারা। দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছে নেপাল।
সোমবার (৪ অক্টোবর) দিনের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষ ড্র করে ১ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ম্যাচ পূর্ণ ৩ পয়েন্ট এবং ভারতের বিপক্ষে ১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চ ছড়ানো পাঁচ গোলের ম্যাচে ৩-২ ব্যবধানে জয় তুলে বাংলাদেশকে দুয়ে নামিয়ে দেয় নেপাল। টানা দুই ম্যাচেই জয় তুলে নেওয়া নেপালের পয়েন্ট ৪।
মালদ্বীপের মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত রাতের ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে বাংলোদেশের বিপক্ষে হারলেও নেপালের বিপক্ষে বেশ প্রতিদ্বন্দ্বিতা করে শ্রীলঙ্কা। নেপালের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে গেলেও হার ছাড়েনি তারা।
প্রথম ম্যাচে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে জয় পাওয়া নেপাল বিরতির আগে এগিয়ে যায়। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও তা ধরে রাখতে পারেনি। ৫১তম মিনিটে দ্বিতীয় গোল করার পর ৫৭তম নিমিটে প্রথম গোল হজম করে নেপাল।
২-১ গোলের ব্যবধানেই জয়ে স্বপ্ন দেখছিল নেপাল। তবে ৮৬তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় তারা। ৩-১ গোলে পিছিয়ে পড়ে হার নিশ্চিত জেনেও হাল ছাড়েনি শ্রীলঙ্কা। তার ফলও পায় তারা। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল পেয়ে হারের ব্যবধান কমায় শ্রীলঙ্কা। গোলটি আসে যোগ করা সময়ে শেষ (৯০+৪ মিটিন) দিকে। ফলে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেপাল।
পাঁচ দলের অংশগ্রহণে সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে প্রতি দল চারটি করে ম্যাচ খেলবে। ম্যাচ শেষে শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনাল লড়াইয়ে। এখন পর্যন্ত বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা দুটি করে ম্যাচ খেলেছে। এছাড়া বাকি দুই দল ভারত ও স্বাগতিক মালদ্বীপ একটি ম্যাচ খেলেছে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]