বিশ্বকাপ জয়ী ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হননি। গুঞ্জন রয়েছে মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে যোগ দিবেন তিনি। চলতি বছরের আগস্টে এমবাপেকে দলে ভেড়াতে ১৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও দিয়েছিল তারা। তবে মেসিকে দলভুক্ত করার পর রিয়ালের সেই প্রস্তাব ফিরিয়ে দেয় ফরাসি জায়ান্টরা। এবার পিএসজি ছাড়াও সেই তথ্য জানালেন এমবাপে নিজেই।
সোমবার (৪ অক্টোবর) ফ্রান্সের আরএমসি রোডিওকে এমবাপে বলেছেন, পিএসজি ছেড়ে যাওয়ার বিষয়টি গত জুলাই মাসেই ক্লাবকে জানিয়ে দিয়েছেন তিনি।
এমবাপে বলেন, ‘আমি ক্লাব ছাড়তে চাই বলে জুলাইয়ের শেষভাগে কর্তৃপক্ষকে (পিএসজি) জানিয়েছি। আমার অবস্থান পরিস্কার। আমি বলেছি চলে যেতে চাই এবং সেটি তাদেরকে (পিএসজি কর্তৃপক্ষ) আগেই জানিয়ে দিয়েছি।’
রিয়াল থেকে প্রস্তাব সময় পিএসজির স্পোর্টস পরিচালক লিওনার্দো বলেছিলেন, এমবাপের দল ছাড়া বা থাকার বিষয়টি হতে হবে তাদের ‘শর্তের মধ্যে’। জবাবে এমবাপ্পে বলেছিলেন, ‘আপনারা যদি আমাকে ছাড়তে না চান, তাহলে আমি থাকবো।’
‘সবাই বলছে আমি নাকি চুক্তি বাড়ানোর ছয় থেকে সাতটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। তাই আমি লিওনার্দোর সঙ্গে কখনো এটি নিয়ে কথা বলবো না। কারণ সেটি সত্যি ছিল না।’-বলেন এমবাপে।
২০১৭ সালে মোনাকো থেকে ১৮০ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেওয়া ফরাসি তারকা আরও জানিয়েছেন, জুলাইয়ে তিনি ক্লাব ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন, যাতে পিএসজি একজন মানসম্পন্ন পরিবর্তিত খেলোয়াড় নিতে পারে। তিনি চেয়েছিলেন উভয়পক্ষ যেন সুবিধাজনক একটি সমাধানে পৌঁছে।
এমবাপে বলেন, ‘প্যারিস এমন একটি ক্লাব যারা আমাকে অনেক কিছু দিয়েছে। বেশ খুশিতেই এখানে আমি চারটি বছর কাটিয়েছি। এখনো আমি সুখেই আছি।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]