সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় ভারতের বিপক্ষে মানসিকভাবে অনেকটাই এগিয়ে রয়েছে বাংলাদেশ ফুটবল দল। শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দলের রেকর্ড ভালো নয়। তবে জয়ের মানসিকতায় থাকা বাংলাদেশ সাফে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে একাদশে দুটি পরিবর্তন নিয়ে খেলছে।
শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নেওয়ার শক্তিশালী ভারতকেও ছাড় দিয়ে রাজি নয় বাংলাদেশ। ফলে শ্রীলঙ্কা ম্যাচের একাদশ থেকে একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ অস্কার ব্রুজন।
ফরোয়ার্ড পজিশনে সুমন রেজার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড মতিন মিয়া এবং আগের ম্যাচে বদলি হিসেবে নামা সাদ উদ্দিন একাদশে ডুকেছেন। তার পরিবর্তে জুয়েল রানাকে প্রথম একাদশ থেকে বাইরে রাখা হয়েছে।
সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। এবার শক্তিশালী ভারতের বিপক্ষে পূর্ণ ৩ অর্জনের লক্ষ্য। তবে ড্র করে ১ পয়েন্ট অর্জন করলেও ফাইনালের পথে অনেকটা এগিয়ে থাকবে ভারপ্রাপ্ত কোচ অস্কার ব্রুজনের শিষ্যরা।
ভারতের বিপক্ষে ৩০ বারের মতো মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে জয় মাত্র তিন ম্যাচে। বাকি ম্যাচগুলোতে ভারতের জয় ১৬টি এবং বাকি ১১ ম্যাচ ড্র হয়েছে।
বাংলাদেশের একাদশ
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া (অধিনায়ক), ইব্রাহীম, বিপলু, সাদ উদ্দিন, রাকিব হোসেন ও মতিন মিয়া।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]