করোনাভাইরাসের টিকার কার্যকারিতা নিয়ে পশ্চিমাদের মধ্যে রয়েছে বেশ সন্দেহ। এবার সে তালিকায় যুক্ত হয়েছেন কয়েকজন ইংলিশ ফুটবলার। ইংলিশ গণমাধ্যম জানাচ্ছে, ইংল্যান্ড জাতীয় দলের পাঁচ ফুটবলার করোনাভাইরাসের টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছেন। এর ফলে বিশ্বকাপে তাদের অংশ নেওয়া নিয়ে জেগেছে শঙ্কা।
বিভিন্ন ইংলিশ গণমাধ্যম জানিয়েছে, ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের নিয়মিত তিন ফুটবলার ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানিয়েছে। ভ্যাকসিন না নেওয়ার কারণ হিসেবে তারা জানিয়েছে, শারীরিকভাবে তারা এতটাই শক্তিশালী যে তাদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।
ইংলিশ গণমাধ্যম আরও জানিয়েছে, সংখ্যাটা তিনজন নয়। আরও দুই ফুটবলারও করোনাভাইরাসের ভ্যাকসিন না নেওয়ার সিদ্ধান্তে অটল আছেন।
প্রথম তিনজনের ক্ষেত্রে পরিবারের চাপে ভ্যাকসিন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাকি দুইজন ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে থাকা সন্দেহের কারণে টিকা নিবেন না।
২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। সেখানে ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানানো ফুটবলার এবং স্টাফদের নিষিদ্ধ করা হতে পারে জানিয়েছেন আয়োজকরা। এতেই তাদের বিশ্বকাপে নিষিদ্ধ হওয়ার শঙ্কা জেগেছে। বিশ্বকাপের আগ পর্যন্ত যদি তারা নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন, তাহলে তাদেরকে ছাড়াই বিশ্বকাপে খেলতে হবে সাউথগেটের দলকে।
ইংল্যান্ড ফুটবল দলের কোচ গ্যারেথ সাউথগেট জানিয়েছেন, তিনি এখনও জানেন না কারা কারা ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি জানান, দলের স্বাস্থ্যবিভাগ এ বিষয়ে জানেন। স্বাস্থ্যবিভাগ এখনই কোচকে নাম জানাবেন না বলে নিশ্চিত করেছেন সাউথগেট নিজেই।
ফুটবলারদের নাম জানানো না হলেও পরিচয় গোপন থাকবে কি না এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাউথগেট। বলেন, ‘আমি জানি না কী করে আমরা এই মেডিক্যাল গোপনীয়তা ধরে রাখব।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]