রিয়াল মাদ্রিদ ছেড়ে ফ্রি ট্রান্সফারে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি জমিয়েছেন পিএসজি ডিফেন্ডার সার্জিও রামোস। তবে চোট কাটিয়ে কবে মাঠে ফিরবেন তা এখনও নিশ্চিত নন পিএসজি বস মারিসিও পচেত্তিনো। তবে তিনি আশাবাদী খুব দ্রুতই মাঠে ফিরবেন এ স্প্যানিশ ডিফেন্ডার।
চলতি ২০২১-২২ মৌসুমে ফ্রি ট্রান্সফারে রিয়াল থেকে পিএসজিতে দুই বছরের চুক্তিতে যোগ দেন সার্জিও রামোস। পিএসজিতে আসার আগ থেকেই পায়ের চোটে ভুগছেন তিনি।
রিয়াল মাদ্রিদে পাওয়া চোট থেকে এখনও সেরে না ওঠায় মাঠে নামতে পারেননি রামোস। লিগ ওয়ানে রেনে বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রামোসের বিষয় নিয়ে কথা বলেন। পচেত্তিনো জানান, চোট কাটিয়ে রিয়াল অধিনায়ক মাঠে ফিরবেন সেটা নিয়ে তারা কিছু বলতে পারছেন না।
এ বিষয়ে পচেত্তিনো বলেন, ‘আমরা দিন দিন তার উন্নতি অনুসরণ করছি। আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব সে ফিরে আসবে, কিন্তু আপাতত আমরা বলতে পারছি না সেটা কখন।’
পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে রামোস এখনও একক অনুশীলন চালিয়ে যাচ্ছেন। দলের সাথে অনুশীলন না করে মানিয়ে নেওয়া কঠিন বলে জানিয়েছেন কোচ পচেত্তিনো।
বলেন, ‘চোট পাওয়া খেলোয়াড়রা দল থেকে আলাদা অনুশীলনের মধ্য দিয়ে যায়। দলগত অনুশীলন বা ম্যাচে অংশ না নিয়ে দলের সঙ্গে মানিয়ে নেওয়াটা কঠিন। কিন্তু সে একজন অভিজ্ঞ খেলোয়াড়। যখন ফিরবে তখন সে দ্রুত মানিয়ে নেবে।’
লিগে রোববার (৩ সেপ্টেম্বর) প্রতিপক্ষের মাঠে নামবে ৮ ম্যাচে শতভাগ সাফল্যে শীর্ষে থাকা পচেত্তিনোর দল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]