উয়েফা নেশন্স লিগের সেমি ফাইনালের আগে ধাক্কা খেল ইউরো চ্যাম্পিয়ন ইতালি। চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন ফরওয়ার্ড চিরো ইম্মোবিলে। তাই তো শেষ মুহূর্তের ইতালি স্কোয়াডে এসেছে পরিবর্তন।
চিরো ইম্মোবিলের পরিবর্তে ইতালি স্কোয়াডে ডাক পেয়েছে জুভেন্টাস স্ট্রাইকার ময়েজ কিন। শনিবার ইতালিয়ান সিরি-এ তে তোরিনোর বিপক্ষে জুভেন্টাসের হয়ে নামবেন কিন।
উয়েফা নেশন্স লিগের প্রথম সেমি ফাইনালে স্পেনের মুখোমুখি হবে। বুধবার ( ৬ অক্টোবর) মাঠে নামবে আজ্জুরিরা। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে বেলজিয়াম এবং ফ্রান্স।
চলতি বছরের ১০ অক্টোবর ফাইনালে মাঠে নামবে দুই সেমি-ফাইনালজয়ী দল। ফাইনালের দিনেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইতালি স্কোয়াড
গোলরক্ষক: জিয়ানলুইজি ডোনারুম্মা, অ্যালেক্স মেরেট, সালভাতোরে সিরিগু।
ডিফেন্ডার: ফ্রান্সিসকো আসেরবি, আলেকসান্দ্রো বাস্তোনি, লিওনার্দো বোনুচ্চি, জর্জিও চিয়েল্লিনি, জিওভানি ডি লরেঞ্জো, এমারসন পালমেইরি, রাফায়েল তুলোই।
মিডফিল্ডার: নিকোলো বারেল্লা, ব্রায়ান ক্রিস্টান্টে, জর্জিনহো, ম্যানুয়েল লোচাতেল্লি, লরেঞ্জো প্যালেগ্রিনি, মাতেও পেসিনা, মার্কো ভেরাত্তি।
ফরওয়ার্ড: ডোমেনিকো বেরারদি, ফেদেরিকো বার্নার্দেসি, ফেদেরিকো চিয়েসা, লরেঞ্জো ইনসিনে, জিয়াকোমো রাস্পাদোরি,ময়েজ কিন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]