প্রথম জয়ে ভারতের বিপক্ষে এগিয়ে থাকবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৬ পিএম, ০২ অক্টোবর ২০২১
প্রথম জয়ে ভারতের বিপক্ষে এগিয়ে থাকবে বাংলাদেশ

জেমি ডে’র পরিবর্তে বাংলাদেশ ফুটবল দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেলেন অস্কার ব্রুজন। জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক ম্যাচেই জয় পাওয়ায় খুশি স্প্যানিশ এ কোচ। তবে নিজের চেয়ে শুরুতেই এমন জয় দলের জন্য বেশ প্রয়োজন ছিল বলে জানিয়েছেন তিনি। অস্কার বলেন, ‘এ রকম টুর্নামেন্টে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করা দরকার। আমরা সেই কাজটি করতে পেরেছি।’

সাফ চ্যাম্পিয়নশিপে দলের এ জয় বাংলাদেশকে স্বাভাবিকভাবেই মানসিকভাবে এগিয়ে রাখবে। যা পরবর্তী প্রতিপক্ষ দল ভারতের বিপক্ষে খেলতে ফুটবলারদের জন্য সহায়তা করবে। জামাল ভূঁইয়াদের নতুন এ কোচ মনে করেন ওই ম্যাচে এগিয়ে থাকবে বাংলাদেশ।

শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আগামী ম্যাচে আমাদের প্রতিপক্ষ ভারত। তাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচ আর আমরা তিন পয়েন্ট নিয়ে খেলব। স্বাভাবিকভাবে আমরা একটু এগিয়ে থেকে শুরু করবো।’

আক্রমণ ও বল দখলে বাংলাদেশ এগিয়ে থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়টি এসেছে পেনাল্টি শট থেকে। তপু বর্মণের পেনাল্টি শট থেকে পাওয়া গোল নিয়ে জয়ের হাসি হাসে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশ ৬৫ শতাংশ বল দখলে রেখে ২০ বার শট নিয়েছে। তবে গোল আদায় করতে পারেনি।

পেনাল্টি থেকে গোল করা তপুকে ধন্যবাদ দিয়েছেন অস্কার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তপুর গোল না হলে হয়তো আমাদের তিন পয়েন্ট পাওয়া হতো না।’

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ সোমবার (৪ অক্টোবর)। ওই দিন বিকেল ৫টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আর ৭ অক্টোবর বাংলাদেশের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক মালদ্বীপ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ

জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ

মালদ্বীপে দুই বাংলাদেশি ফুটবলার জ্বরে আক্রান্ত

মালদ্বীপে দুই বাংলাদেশি ফুটবলার জ্বরে আক্রান্ত

দুর্ভাগা এলিটা কিংসলে

দুর্ভাগা এলিটা কিংসলে

ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনায় জামালের লক্ষ্য সাফের শিরোপা

ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনায় জামালের লক্ষ্য সাফের শিরোপা