মালদ্বীপে দুই বাংলাদেশি ফুটবলার জ্বরে আক্রান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৪ এএম, ০১ অক্টোবর ২০২১
মালদ্বীপে দুই বাংলাদেশি ফুটবলার জ্বরে আক্রান্ত

সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে মালদ্বীপে অবস্থান করা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দু’জন জ্বরে আক্রান্ত হয়েছেন। ফলে শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা মাঠে নামতে পারছেন না। তবে তাদের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

জ্বরে আক্রান্ত দুজন হলেন- মিডফিল্ডার সোহেল রানা এবং ডিফেন্ডার রেজাউল করিম। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামাার আগে বাংলাদেশ দলে থাকা সকলের দ্বিতীয় দফায় কোভিড-১৯ পরীক্ষা করা হয়। পরীক্ষায় সকলেই নেগেটিভ হলেও সোহেল রানা এবং রেজাউল করিম জ্বরে আক্রান্ত হয়েছেন। ফলে টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা খেলতে পারছেন না।

শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় মালদ্বীপ ন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। এর আগে আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নিজেদের মধ্যে অনুশীলন করেছেন জামাল ভূঁইয়ারা।

এদিকে, মাঠে দর্শক নিয়েই শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটিতে সর্বমোট পাঁচ হাজার দর্শক মাঠে উপস্থিত থাকবেন। তবে সকল দর্শকদের অবশ্যই ভ্যাক্সিন গ্রহণের সার্টিফিকেট থাকতে হবে।

বাংলাদেশ স্কোয়াড
গোলকিপার : আনিসুর রহমান জিকো, শহীদুল আলম ও আশরাফুল ইসলাম রানা।
ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, তারিক কাজী, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, টুটুল হোসেন বাদশা, মোহাম্মদ হৃদয়।
মিডফিল্ডার : আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা, সাদ উদ্দীন, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন।
ফরোয়ার্ড : বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, সুমন রেজা, জুয়েল রানা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দুর্ভাগা এলিটা কিংসলে

দুর্ভাগা এলিটা কিংসলে

ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনায় জামালের লক্ষ্য সাফের শিরোপা

ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনায় জামালের লক্ষ্য সাফের শিরোপা

সাফের চূড়ান্ত স্কোয়াডে নতুন মুখ, কপাল পুরলো এলিটার

সাফের চূড়ান্ত স্কোয়াডে নতুন মুখ, কপাল পুরলো এলিটার

নতুন কোচের অনুশীলন কৌশলে খুশি কাজী সালাউদ্দিন

নতুন কোচের অনুশীলন কৌশলে খুশি কাজী সালাউদ্দিন