৩৬ বছর পর বিশ্বকাপে পেরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪২ এএম, ১৭ নভেম্বর ২০১৭
৩৬ বছর পর বিশ্বকাপে পেরু

১৯৮২ সালের পর প্রথম বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে পেরু। তবে সরাসরি বছাইপর্ব থেকে নয়, প্লে অফ ম্যাচের বাঁধা পেরিয়ে এই সফলতা অর্জন করেছে তারা।

বুধবার নিউজিল্যান্ডের সঙ্গে প্লে অফ ম্যাচে ২-০ গোলে জয় নিয়ে ৩২তম এবং শেষ দল হিসেবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে কনকাকাফ অঞ্চলের এই দলটি। এর আগে নিজেদের মাঠে হন্ডুরাসকে ৩-১ গোলে হারিয়ে ৩১তম দল হিসেবে বিশ্বকাপের চূড়ান্ত আসরের টিকিট নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

ম্যাচের ২৭তম মিনিটে ফারফান এবং ৬৫তম মিনিটে রামোসের গোল দলটিকে রোমঞ্চকর এই সফলতা এনে দেয়। এর ফলে সর্বমোট পঞ্চমবারের বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ লাভ করল পেরু। তবে ৩৫ বছরের মধ্যে এটিই প্রথম তাদের বিশ্বকাপে অংশগ্রহণ। স্বাভাবিক ভাবেই এই সফলতায় দারুন রোমাঞ্চিত ‘লস ইনকাস’রা।

খেলা শেষে আনন্দাশ্রু বিষর্জন দিতে দিতে পেরুর মিডফিল্ডার ক্রিস্টিয়ান কুয়েভা বলেন, ‘নতুন এক ইতিহাস রচনার চেয়েও এই সফলতাটি আমাদের জন্য বিশাল এক আবেগের বিষয়। এটি ছিল আমার জন্য শিশুকাল থেকে লালিত একটি স্বপ্নের সফল বাস্তবায়ন। দীর্ঘ সময় ধরে আমরা বাছাইপর্বের মধ্যেই ঘুরপাক খাচ্ছিলাম। এখন আমি এটি উদযাপন করতে যাচ্ছি।’

গত শনিবার ওয়েলিংটনে প্লে অফ ম্যাচের প্রথম লেগে নিউজিল্যান্ডের সঙ্গে গোল শূন্য ড্র করায় গতকাল লিমার এস্তাদিও নেসিওনাল স্টেডিয়ামের ম্যাচটিই হয়ে ওঠে ফলাফল নির্ধারণী মাচে। ম্যাচ শেষে এক টুইট বর্তায় উচ্ছাস প্রকাশ করেছেন পেরুর প্রেসিডেন্ট পেড্রো পাবলো কুচজিনস্কি। টুইট বার্তায় তিনি লিখেছেন,‘ ফের বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য আমরা দীর্ঘ ৩৫ বছরের ও অধিক সময় ধরে অপেক্ষা করে আসছি। এই জয় উপহার দেয়ার জন্য আমি আমাদের সৈনকদের ধন্যবাদ জানাচ্ছি।’

বিশ্ব র‌্যাংকিংয়ের ১২২তম অবস্থানে থাকা নিউজিল্যান্ডের প্রত্যাশা ছিল ম্যাচ জয়ের মাধ্যমে তৃতীয়বারের মত বিশ্বকাপের চূড়ান্ত আসের অংশ নেবে। এর আগে ১৯৮২ ও ২০১০ সালের বিশ্বকাপে অংশ নিয়েছিল কিউইরা।

দলীয় কোচ এন্থনি হাডসন বলেন,‘ আমি আমার দলকে নিয়ে গর্বিত। যে কেউ এই খেলোয়াড়দের নিয়ে গর্ববোধ করতে পারেন। কারণ তারা যা করেছে তা বলতে গেলে অসাধারণ। আজ রাতেও তারা দারুন খেলেছে। বেশ কয়েকজন গুরুত্বপুর্ন খেলোয়াড় ইনজুরিতে থাকা সত্বেও ছেলেরা এখানে প্রতিপক্ষ দলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল।’

মঙ্গলবার রাতে টিম হোটেলের বাইরে আতশবাজির ঝলকানি ও এর শব্দের কারণে ভালোভাবে ঘুমাতে পারেনি সফরকারী কিউইরা। হাডসন বলেন,‘ পেরুর জাতীয় দলের অবস্থান থেকে একটু দুরে হোটেলটির অবস্থান হলে আমরা ভালবাবে ঘুমাতে পারতাম। তাহলে প্রতিপক্ষ দলকে হারানোর সুযোগ সৃষ্টি হতো। আমরা পর্যাপ্ত ঘুমাতে পারিনি। আগামীতে আমরা পেরুর হেটেল থেকে একটু দুরেই অবস্থান করব।’



শেয়ার করুন :


আরও পড়ুন

নাইজেরিয়ায় ধরাশায়ী মেসিহীন আর্জেন্টিনা

নাইজেরিয়ায় ধরাশায়ী মেসিহীন আর্জেন্টিনা

নেইমারদের রুখে দিল ইংল্যান্ডের তরুণরা

নেইমারদের রুখে দিল ইংল্যান্ডের তরুণরা

বৃষ্টিতে পয়েন্ট পেয়ে শীর্ষে সিলেট

বৃষ্টিতে পয়েন্ট পেয়ে শীর্ষে সিলেট

কোচ নিয়ে ভাবার প্রয়োজন নেই : মাশরাফি

কোচ নিয়ে ভাবার প্রয়োজন নেই : মাশরাফি