চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিওনেল মেসি এবং ইদ্রিসা গুয়ের গোলে জয় তুলে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। এ ম্যাচের যোগ করা সময় সিটিজেনদের নেওয়া ফ্রি-কিকের সময় মানব দেয়ালের নিচে শুয়ে পড়েছিলেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বেশ আলোচনা-সমালোচনা। বিষয়টিকে মেসির জন্য সম্মানজনক বলে অ্যাখায়িত করেছেন সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড।
ম্যাচের যোগ করা সময়ে পিএসজির ডি-বক্সের বাইরে ফ্রি কিক পায় ম্যানচেস্টার সিটি। এসময় ডি-বক্সে তৈরি করা মানব দেয়ালের নিচে শুয়ে পড়েন আর্জেন্টাইন সুপারস্টার মেসি।
দলের লিড ধরে রাখতে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এ ফুটবলারকে মানব দেয়ালের নিচে শুয়ে পড়াটা ভালোভাবে মানতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। মেসির মত ফুটবলারের জন্য বিষয়টি অসম্মানজনক বলে জানিয়েছেন তিনি।
সিটি-পিএসজি ম্যাচ চলাকালীন এক লাইভ অনুষ্ঠানে ইউনাইটেড কিংবদন্তি বলেন, ‘অনুশীলনে পচেত্তিনো যখন এ বিষয়ে কথা বলেছিলেন, তখন পিএসজির যে কারো বলা উচিত ছিল, না মেসি এটা করতে পারে না। এটি মেসির জন্য সম্মান হানিকর।’
রিও ফার্ডিনান্ড জানান, তিনি ওইখানে থাকলে মেসিকে এটা করতে দিতেন না। জানান, এটা মেসির কাজ না। তাকে এ কাজ করতে দেওয়া ঠিক হয়নি।
"You can't! It's disrespectful!"
— Football on BT Sport (@btsportfootball) September 28, 2021
"If I was in that team I'd say listen, nah, nah, nah, I'll lay down for you!"
Lionel Messi lying down behind the wall on free-kicks?!@rioferdy5 is not having it #UCL pic.twitter.com/XmpPd8mB8H
এ বিষয়ে ফার্ডিনান্ড বলেন, ‘যদি আমি ওই দলে থাকতাম, বলতাম, আমি আপনার জন্য শুয়ে থাকবো। আমি তাকে এভাবে শুয়ে রাখতে পারবো না। সে তার জার্সি নোংরা করতে পারে না। এটা মেসির কাজ না।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]