অবশেষে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। ক্লাবের হয়ে চতুর্থ ম্যাচে নেমে স্কোর শিটে নিজের নাম তোলেন আর্জেন্টাইন সুপারস্টার। দীর্ঘদিনের গোলখরা কাটিয়ে পিএসজির জার্সিতে গোল করে উচ্ছ্বসিত মেসি।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে লিওনেল মেসি ও ইদ্রিসা গুয়ের গোলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে পিএসজি। সেখানে পিএসজির জার্সিতে নিজের প্রথম গোল করতে পেরে বেশ খুশি মেসি। তবে আরও উন্নতি করতে হবে আর্জেন্টাইন জাদুকর।
ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানিয়ে মেসি বলেন, ‘দুর্দান্ত প্রতিপক্ষের বিপক্ষে এটা ভালো একটি রাত ছিল। ক্লাব বুগের বিপক্ষে ড্রয়ের পর জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’
তিনি আরও যোগ করেন, ‘গোল করতে পেরে আমি খুশি। সাম্প্রতিক সময়ে আমি খুব বেশি ম্যাচ খেলিনি। এখানে মাত্র একটা ম্যাচ খেলেছি। আমি ধীরে ধীরে মানিয়ে নিচ্ছি। গুরুত্বপূর্ণ বিষয় হলো জয়ের ধারায় থাকা।’
এ সময় নিজেদের খেলার প্রতি আরও উন্নতি করা প্রয়োজন বলে জানিয়েছেন। এছাড়াও ধারাবাহিকতা ধরে রাখার প্রতি নজর দিতে হবে বলে জানান তিনি।
বড় প্রতিপক্ষের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটি ম্যচ জিতেছেন বলে জানান মেসি। বলেন, ‘যারা গত আসরের ফাইনাল খেলেছি, তাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছি। আমাদের উন্নতি করতে হবে।’
ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করে নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে টানা ১৭ মৌসুমে গোল করেন এ আর্জেন্টাইন সুপার স্টার। এ দিন একই রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]