উয়েফা চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। এ ম্যাচের জন্য ঘোষিত পিএসজি স্কোয়াডে আছেন লিওনেল মেসি। মেসি ছাড়াও ফিরেছেন ইতালিয়ান মার্কো ভেরাত্তি।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতের ঘরের মাঠে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দিবে পিএসজি। এ ম্যাচ দিয়েই ইনজুরি কাটিয়ে আবারও মাঠে ফিরবেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি।
লিগ ওয়ানে অলিম্পিক লিওর বিপক্ষে ম্যাচে হাঁটুতে অস্বস্তি নিয়ে মাঠে খেলছিলেন মেসি। হাঁটুতে অস্বস্তিতে থাকার পরও খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে মাঠ থেকে তুলে নেন কোচ মারিসিও পচেত্তিনো।
অলিম্পিক লিওর বিপক্ষে ম্যাচের পর জানা যায়, মেসির হাঁটুতে চিড় ধরেছে। এ কারণে মেস এবং মন্টপেলিয়ারের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ছিলেন না মেসি।
ইনজুরি কাটিয়ে রোববার (২৬ সেপ্টেম্বর) অনুশীলনে ফেরেন মেসি। তখনও নিশ্চিত ছিল না সিটিজেনদের বিপক্ষে ম্যাচে ফিরবেন কিনা। সোমবার (২৭ সেপ্টেম্বর) মেসিকে স্কোয়াডে রাখার ইঙ্গিত দিয়েছিলেন।
পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত একটায় ম্যাচটি শুরু হবে। এ ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে আছেন ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তি। অনুশীলনে ফিরলেও এ ম্যাচের স্কোয়াডে জায়গা পাননি স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]