মাত্রই হাঁটুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগের ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিকে পাওয়া নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পিএসজি কোচ মারিসিও পচেত্তিনোর আশা সিটিজেনদের বিপক্ষে মাঠে নামবেন মেসি।
লিগ ওয়ানে অলিম্পিক লিওর বিপক্ষে ম্যাচে হাঁটু নিয়ে মেসিকে কিছুটা অস্বস্তিতে দেখা যায়। পরে এমআরআই করানো হলে তার হাঁটুতে চোট ধরা পড়ে। এ কারণে পিএসজির হয়ে সর্বশেষ দুই ম্যাচে মাঠে নামেননি আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।
রোববার (২৬ সেপ্টেম্বর) পিএসজির হয়ে অনুশীলনে ফেরেন মেসি। তবে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, সোমবার (২৭ সেপ্টেম্বর) চোট নিয়ে কিছুটা অস্বস্তিতে ছিলেন মেসি।
এরপরই পিএসজি কোচ পচেত্তিনোকে মেসির বিষয়ে প্রশ্ন করা হয়। তবে মেসিকে মাঠে পাবেন কিনা সে বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি তিনি। তবে আভাস দিয়েছেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন লিওনেল মেসি।
পচেত্তিনো বলেন, ‘আমরা আগামীকাল (২৮ সেপ্টেম্বর) একাদশ নিশ্চিত করবো। আমার ধারণা আগামীকাল সে (মেসি) দলে থাকবে।’
চলতি দল বদলে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এখন পর্যন্ত পিএসজির হয়ে তিন ম্যাচে মাঠে নামলেও এখনও কোনো গোলের দেখা পাননি তিনি। এটা নিয়ে এখনও চিন্তিত নন পিএসজি বস মারিসিও পচেত্তিনো। তার মতে, নতুন পরিবেশে মানিয়ে নিতে মেসির আরও সময়ের প্রয়োজন।
এ বিষয়ে পচেত্তিনো বলেন, ‘ও বার্সেলোনায় ২০ বছর কাটিয়েছে। স্বাভাবিকভাবেই সেটা ওর বাড়ির মতো হয়েছিল। এখানে সে সবকিছুতেই নতুন। সে খুব বেশিদিন আগে পিএসজিতে আসেনি।’
মেসি ছাড়াও চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মিডফিল্ডার মার্কো ভেরাত্তি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে তাকে দেখা যাবে বলে আশাবাদী পচেত্তিনো।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]