ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনায় জামালের লক্ষ্য সাফের শিরোপা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৪ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২১
ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনায় জামালের লক্ষ্য সাফের শিরোপা

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গত চার আসরে গ্রুপ পর্বই পার হতে পারেনি বাংলাদেশ। সবগুলোতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে। তবে এবার ভিন্ন ভাবনা ভাবছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। নিজেদের আত্মবিশ্বাসী উল্লেখ করে জানালেন, লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তবে প্রথম পরিকল্পনা ম্যাচ বাই ম্যাচ জয়।

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। তার আগে সোমবার সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন নতুন কোচ অস্কার ব্রুজন এবং অধিনায়ক জামাল ভূইয়া।

সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া বলেন, ‘শেষ কয়েক দিন আমরা কঠোর পরিশ্রম করেছি। খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দিতে চায়। আমরা আত্মবিশ্বাসী। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা ম্যাচ বাই ম্যাচ জিতে ফাইনালে যেতে চাই। আমরা সবাই আত্মবিশ্বাসী। আশা করি, এ টুর্নামেন্ট থেকে কিছু সাফল্য নিয়ে আসতে পারবো।’

২০১৩ সালে এই নেপালেই সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো মাঠে নামেন জামাল ভূঁইয়া। এবার জাওয়ার আগে জামাল ভূঁইয়া আরও বলেন, ‘প্রথম ম্যাচ যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে, তাই আমাদের মূল প্রতিদ্বন্দ্বী এখন শ্রীলঙ্কা। ভারত র‍্যাঙ্কিং হিসাবে ফেবারিট। প্রথম ম্যাচে তিন পয়েন্ট পেলে ভালো শুরু হবে। ভারতের সঙ্গে না হারলেই ভালো।’

জেমি ডে’কে সরিয়ে অন্তর্বর্তীকালীন নতুন কোচ হিসেবে অস্কার ব্রুজোন দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অস্কারের অধিনে মাত্র তিনদিন অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল।

কোচ নিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘কোচ শুরুর দিনেই পরিষ্কার করে দিয়েছেন, আমরা কীভাবে খেলবো বা কীভাবে খেলতে চাই। প্লেয়ারদের কাছ থেকে কী চান, সেটাও পরিষ্কার করে দিয়েছেন তিনি। এটা আসলেই গুরুত্বপূর্ণ।’

নতুন কোচের অধীনে মাত্র তিনদিন অনুশীলন করলেও কোন সমস্যা দেখছেন না জামাল ভূঁইয়া। বলেন, ‘অস্কারের কৌশলের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না। তিনি যে কৌশলে খেলান, লিগে অনেকেই সেভাবে খেলেছে। আমি মনে করি, কোনো সমস্যা হবে না।’

নেপালে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১ অক্টোবর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর ৪, ৭ ও ১৩ অক্টোবর যথাক্রমে ভারত, মালদ্বীপ ও নেপালের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল ফাইনাল খেলবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জামাল-কিংসলেদের নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না অস্কার, চান সময়

জামাল-কিংসলেদের নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না অস্কার, চান সময়

নতুন কোচের অনুশীলন কৌশলে খুশি কাজী সালাউদ্দিন

নতুন কোচের অনুশীলন কৌশলে খুশি কাজী সালাউদ্দিন

দল ঘোষণার পর সাফের স্কোয়াডে আরও একজন

দল ঘোষণার পর সাফের স্কোয়াডে আরও একজন

বাংলাদেশ ছাড়লেন জেমি ডে, ফেরা অনিশ্চিত

বাংলাদেশ ছাড়লেন জেমি ডে, ফেরা অনিশ্চিত